Monday, August 25, 2025

জানেই না রাজ্য নেতৃত্ব! রাতারাতি কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার ৩২ বিজেপি নেতার

Date:

Share post:

বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন দেখা রাজ্য বিজেপি নেতৃত্বকে যে আদতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বই ভরসা করে না, তা আরও একবার স্পষ্ট করে দিল অমিত শাহর (Amit Shah) দফতর। রাজ্য নেতৃত্বকে অন্ধকারে রেখে তুলে নেওয়া হল ৩২ নেতার কেন্দ্রীয় নিরাপত্তা (central security)। তার মধ্যে বর্তমান জেলা সভাপতি থেকে লোকসভার পরাজিত প্রার্থীরাও রয়েছেন। সংবাদ সংস্থার থেকে সেই খবর পেলেন রাজ্য নেতৃত্ব।

লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে বাংলার হিংসার ভুয়ো ধুয়ো তুলতে নিজেদের সব প্রার্থীকে কেন্দ্রীয় নিরাপত্তা দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA)। বাংলার নামে সেই অপপ্রচারের কড়া জবাব বাংলার মানুষ ইভিএমে (EVM) দিয়েছেন। অগত্যা পরাজিত সেই সব প্রার্থীদের (candidate) নিরাপত্তা প্রত্যাহার করল বিজেপি। এর মধ্যে রয়েছেন বোলপুর, উলুবেড়িয়া, আরামবাগের প্রার্থী দেবাশিস ধর, অরুনউদয় পাল চৌধুরী, অরূপকান্তি দিগর। আবার রয়েছেন নদিয়ার বর্তমান জেলা সভাপতি অর্জুন বিশ্বাস।

পুরোনো নতুন দ্বন্দ্বে জর্জরিত রাজ্য বিজেপি। নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুললেই যে কোপে পড়তে হবে তার প্রমাণ সাম্প্রতিক তালিকায় জন বার্লার নিরাপত্তা প্রত্যাহার। রাজ্য নেতৃত্বের দাবি প্রতি তিন মাসে রিভিউ (review) করে নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সেই রিভিউতে এবার নিরাপত্তা ছাঁটা হল সংবাদ মাধ্যমে গলা তোলা শঙ্কুদেব পণ্ডার।

নিরাপত্তা প্রত্যাহারের মধ্যে দিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব কার্যত বুঝিয়ে দিল তারা কাদের গুরুত্ব দিচ্ছে। বর্তমান পরিস্থিতিতে কোণঠাসা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) নিরাপত্তায় কোপ না ফেলে দলে ফের তার জায়গা বোঝালেন শাহ। আবার ডায়মন্ড হারবারে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা ছড়ানো লোকসভা প্রার্থী (candidate) তথা দক্ষিণ ২৪ পরগণার প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ দাসের নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হল।

spot_img

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...