ব্যস্ত দিনে বিপর্যস্ত হাওড়া-ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল। সকাল সকাল ওভারহেডের তার ছিঁড়ে বন্ধ হয়ে গেল ট্রেন চলাচল। বর্ধমান পর্যন্ত বিভিন্ন স্টেশন আটকে পড়ল একের পর এক লোকাল ট্রেন।

বৃহস্পতিবার সকালে ব্যান্ডেল ও হুগলি স্টেশনের মাঝে একটি বর্ধমান লোকাল হাওড়া যাওয়ার পথে ওভারের তার ছিঁড়ে যায়। সেই তার ট্রেনের প্যান্টোগ্রাফে জড়িয়ে যাওয়ায় কোনক্রমে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায়। তবে আচমকা এই লোকালটির যেমন দাঁড়িয়ে পড়ে তেমনি ব্যান্ডেল থেকে বর্ধমানের মাঝে একের পর এক লোকাল ট্রেনগুলিও দাঁড়িয়ে পড়ে।

মেরামতির কাজের জন্য বিশেষ গাড়ি পৌঁছাতে প্রায় এক ঘন্টা সময় লাগে। এরই মধ্যে বহু যাত্রী ব্যান্ডেল থেকে পায়ে হেঁটে হুগলির দিকে রওনা দেন। আচমকা বাকি লোকালগুলি দাঁড়িয়ে পড়ায় সমস্যায় পড়েন সেই সব ট্রেনের অফিস যাত্রীরাও। রেলের পক্ষ থেকে সুস্পষ্টভাবে জানানো হয়নি ট্রেন চলাচল কতটা বিপর্যস্ত।

–
–

–

–

–

–

–
