Thursday, August 21, 2025

সকালে ট্রেন বন্ধের জের, বিকেলে ব্যান্ডেলের টিকিট কাউন্টারে ভাঙচুর: আক্রান্ত আরপিএফ

Date:

Share post:

সকালে ব্যান্ডেল এবং হুগলি স্টেশনের মাঝে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি হয়েছিল। যার জেরে কাটোয়া ও বর্ধমান শাখায় দীর্ঘক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।সেই ট্রেন বন্ধের জের বিকেলেও!যার নিট ফল, ব্যান্ডেল স্টেশনের টিকিট কাউন্টারে ব্যাপক ভাঙচুর চালাল উত্তেজিত জনতা।পরিস্থিতি নিযন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত আরপিএফ।তাদের ওপরও চড়াও হয়ে মারধর করা হয়। ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তীব্র উত্তেজনা ছড়িয়েছে স্টেশন চত্বরে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ ব্যান্ডেল এবং হুগলি স্টেশনের মাঝে ওভারহেডের তার ছিঁড়ে পড়ে। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছ বর্ধমান ও কাটোয়া শাখার বেশ কিছু ট্রেন। কাজের দিনে ব্যস্ত সময়ে ট্রেন-বিভ্রাটে ভোগান্তির শিকার হন যাত্রীরা। বিভিন্ন স্টেশনে ভিড় জমতে শুরু করে।পূর্ব রেল সূত্রে জানানো হয়, ডাউন বর্ধমান লোকাল ব্যান্ডেল এবং আদিসপ্তগ্রামের মাঝে দাঁড়িয়ে রয়েছে। হুগলি এবং ব্যান্ডেলের মাঝে দাঁড়িয়ে ডাউন (হাওড়াগামী) ব্যান্ডেল লোকাল। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছে বর্ধমান ও কাটোয়াগামী বেশ কিছু ট্রেন।

বৃহস্পতিবার সকালে ব্যান্ডেল এবং হুগলি স্টেশনের মাঝে ৩৭৮২৪ ডাউন (হাওড়াগামী) বর্ধমান (মেন) লোকাল চলার সময় বিদ্যুতের তার ছেঁড়ায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। ট্রেন না থাকায় হুগলি, চুঁচুড়া, চন্দননগর, মানকুণ্ডু, ভদ্রেশ্বরের মতো স্টেশনে অফিস যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।দীর্ঘ সময় কলকাতার সঙ্গে শহরতলির যোগাযোগের ‘লাইফ লাইন’ থমকে যাওয়ায় যাত্রীদের অনেকেই ট্রেন থেকে নেমে ব্যান্ডেল এবং হুগলি স্টেশনের দিকে হেঁটে রওনা হন। বেশ কিছুক্ষণ পরে ঘটনাস্থলে যায় রেলের ‘ইনস্পেকশন কার’। এরই মধ্যে স্টেশনে স্টেশনে মাইকে ঘোষণা করা হতে থাকে, ফের ট্রেন চলাচল শুরু হতে অনেক সময় লাগবে।কিন্তু সকাল পেরিয়ে বিকেল গড়িয়ে গেলেও সমস্যা পুরোপুরি মেটেনি। আর তাতেই উত্তেজিত জনতা ব্যান্ডেল স্টেশনের টিকিট কাউন্টারে ভাঙচুর চালায়।

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...