Saturday, May 3, 2025

দিঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দির পরিচালন কমিটির প্রথম বৈঠক নবান্নে, উদ্বোধনের প্রস্তুতি তুঙ্গে

Date:

Share post:

পুরীর মন্দিরের আদলের দিঘায় জগন্নাথ মন্দির তৈরি করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আগামী অক্ষয় তৃতীয়ায় (৩০ এপ্রিল ২০২৫) জগন্নাথ মন্দিরের (Jagannath Temple in Digha) উদ্বোধন করবেন বাংলার মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই নির্মীয়মান মন্দির পরিচালনার জন্য মুখ্যসচিবের (CS) নেতৃত্বে ২৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সেই কমিটির প্রথম বৈঠক হলো নবান্নে (Nabanna)। সূত্রের খবর মন্দিরের উদ্বোধনসহ একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।।

দিঘায় জগন্নাথ মন্দির (Jagannath Temple, Digha) তৈরির কমিটিতে পুরীর মন্দির, ISCON, দিঘার মাসির বাড়ি, কালীঘাট মন্দির, রামকৃষ্ণ মিশন-সহ একাধিক প্রতিষ্ঠানের একজন করে সদস্যকে রাখা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষিত কমিটির সদস্যরা এদিন নবান্নে আয়োজিত বৈঠকে যোগ দেন। পুরীর জগন্নাথ মন্দিরের দ্বৈতপতিও ছিলেন। মন্দিরের কাজ প্রায় শেষ পর্যায়ে। যেটুকু কাজ বাকি আছে দ্রুত গতিতে তা শেষ করার তৎপরতা চলছে। প্রশাসন সূত্রে জানা গেছে, ট্রাস্টি বোর্ডে ২৭ জনের মধ্যে ২২ জনের নাম চূড়ান্ত হয়েছে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী ট্রাস্টি বোর্ড তৈরির কথা জানিয়েছিলেন। মন্দির পরিচালনার দায়িত্বে থাকবে এই ট্রাস্টি বোর্ড। মুখ্যমন্ত্রী ওই দিন আরও জানান, দিঘা – শঙ্করপুর উন্নয়ন পর্ষদের হাত থেকে জগন্নাথ ধামের জমি ও মন্দির হিডকোর (HIDCO) হাতে তুলে দেওয়া হচ্ছে।কয়েকশো কোটি টাকা খরচে গড়ে তোলা হয়েছে এই মন্দির। এই মন্দির উদ্বোধন হয়ে গেলে সৈকত নগরীর আকর্ষণ পর্যটকদের কাছে আরও বাড়বে।জগন্নাথ মন্দিরের উদ্বোধনের আগের দিন অর্থাৎ ২৯ এপ্রিল থেকে মন্দির চত্বরে শুরু হবে যজ্ঞ। বাংলার আপামর মানুষ অপেক্ষার প্রহর গুনছেন।

spot_img

Related articles

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...