Friday, November 7, 2025

পেট্রোলে বাড়বে ইথানল, তেলের দামে কেন্দ্রের প্রতারণা! তোপ তৃণমূলের

Date:

Share post:

দেশে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে অপারগ অর্থমন্ত্রীর বাজেট পেশের পরই জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণ নিয়ে তোপ দেগেছিল তৃণমূল। চাপের মুখে পেট্রোলে (petrol) ইথানল (ethanol) মেশানোর বার্তা দিয়েছিল মোদি সরকার। অথচ তেলের দাম কমানোর কোনও বার্তা দেওয়া হয়নি। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ইথানল মেশানোর ঘোষণা করে দেওয়ার পরেও সেই বার্তা না দেওয়ায় তেলের দামে কীভাবে দেশের মানুষকে প্রতারণা করতে চলেছে নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার, তা স্পষ্ট করে দিলেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে (Saket Gokhale)।

সম্প্রতি কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি (Hardeep Singh Puri) ঘোষণা করেছেন, কেন্দ্রের সরকার সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে প্রতি লিটার পেট্রোলে মিশবে ২০ শতাংশ ইথানল (ethanol)। এতদিন এই পরিমাণ ছিল প্রতি লিটারে ১১.৬০ শতাংশ। এবার তা বাড়ানো হবে বলে জানানো হলেও তেলের দাম (petrol price) কমানোর কোনও কথা মন্ত্রী বলেননি। এমনকি এতে দামে কোনও প্রভাব পড়বে কি না, তাও জানাননি তিনি।

তৃণমূল রাজ্যসভার সাংসদ সাকেত গোখলের (Saket Gokhale) দাবি, পেট্রোলে ২০ শতাংশ ইথানল (ethanol) মেশানো হলে তেলের দাম অন্তত ৯টাকা প্রতি লিটার হিসাবে কমবে। সেই সঙ্গে ইথানলে ক্ষতিগ্রস্ত হবে গাড়ির ইঞ্জিন। পাশাপাশি বেশি ইথানল মেশানো পেট্রোল (petrol) ব্যবহারে কমবে গাড়ির মাইলেজ। ফলে সেখানেও প্রতি লিটারে ২ টাকা করে ক্ষতির মুখে পড়বেন চালকরা। ফলে কেন্দ্রের অন্তত ১১ টাকা প্রতি লিটার তেলের ন্যূনতম দাম কমানো প্রয়োজন বলে দাবি সাকেতের।

কেন্দ্রের সরকারকে তৃণমূলের প্রশ্ন, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী উত্তর দিন পেট্রোলের দাম কবে কমবে। সেই সঙ্গে পেট্রোলে ইথানল মিশিয়ে কেন্দ্রের সরকার যে কোটি কোটি টাকা বাঁচাবে, সেই লাভের ফল দেশের মানুষ কবে পাবে।

spot_img

Related articles

আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ

সুপ্রিম রায়ে চাকরি হারানো থেকে এসএসসির (School Service Commission) নতুন করে পরীক্ষার দীর্ঘ পথ অতিক্রম করে এবার রেজাল্টের...

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...