প্রাথমিক নিয়োগ মামলায় (Primary Recruitment Case) চাকরি পেলেন ৭২২ জন। এদের মধ্যে মালদহ জেলায় মামলাকারী ৩১২ জনকে শিক্ষা কমিশনারের তরফে চাকরির চিঠি পাঠানো হয়েছে বলে খবর। পাশাপাশি উত্তর ২৪ পরগনার ৪১০ মামলাকারীকেও চাকরি দিল উত্তর ২৪ পরগনা ডিপিএসসি ৷ বাম জমানায় ২০০৯ সালে মালদা জেলায় প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় বেনিয়ম হয়েছে বলে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)মামলা দায়ের হয়েছিল। সুপ্রিম কোর্ট (Supreme Court) ঘুরে সেই মামলা ফের ফেরে কলকাতায়। অবশেষে শুক্রবার শুনানিতে স্কুল শিক্ষা দফতরের কমিশনার হলফনামা দিয়ে জানান যে আদালতের নির্দেশ মেনে ৩১২ জনের নামে প্যানেল প্রকাশিত হয়েছে।

একইসঙ্গে মালদহ DPSC চেয়ারম্যানকেও নিয়োগপত্র দেওয়া হয়েছে বলে খবর। নিয়োগ নথি যাচাই করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিন বিচারপতি রাজাশেখর মান্থা মালদহ ও উত্তর ২৪ পরগনা প্রাথমিক শিক্ষা সংসদ চেয়ারম্যান ৩ মাস জেলে ভরার নিদান দিয়ে ২ দিনের ডেডলাইন ঘোষণা করেছে। এর মধ্যেই হাইকোর্টের নির্দেশ না মেনে চাকরি আটকে রাখার কারণ দেখাতে হবে দুজনকে। আগামী শুক্রবার ফের শুনানি। সেদিন ডিপিএসসি মালদহ চেয়ারম্যান ও শিক্ষা কমিশনারকে হাজির থাকার কথা জানানো হয়েছে।

–

–

–

–

–

–

–

–

–
