এবার প্রগ্রেসিভ হেলথ এসোসিয়েশের (PHA) অনুমোদন পেল পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তার্স অ্যাসোসিয়েশন (WBJDA)। শুক্রবার এক নির্দেশনামায় এই ঘোষণা করে Progressive Health Association (PHA)।

প্রগ্রেসিভ হেলথ এসোসিয়েশনের ভাত্রী সংগঠন হিসেবে পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তার্স অ্যাসোসিয়েশন (WBJDA)-কে অনুমোদন দেওয়ার জন্য প্রগ্রেসিভ হেলথ এসোসিয়েশনের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী ডাঃ শশী পাঁজাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে WBJDA।

এই প্রসঙ্গে বলতে গিয়ে মন্ত্রী জানান, প্রগ্রেসিভ হেলথ এসোসিয়েশন কলেজ ভিত্তিক সকলকে সাহায্য করবে। পাশাপাশি ইন্টার্ণ, হাউস টাফ, নন সার্ভিস পিজিটি এবং বন্ড এস আর ডাক্তারদের এদিন পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তার্স অ্যাসোসিয়েশনের (WBJDA) সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান করেন মন্ত্রী।

আরও পড়ুন- সোমবার শুরু সল্টলেকের ৩০ কিলোমিটার রাস্তার সংস্কারের কাজ
_

_

_

_

_

_

_

_