চ্যাম্পিয়ন্স ট্রফিতে দাপট অব্যাহত ভারতের। গ্রুপ পর্বের নিয়মরক্ষার ম্যাচে নিউজিল্যান্ডকে হারাল ৪৪ রানে। বল হাতে দাপ বরুণ চক্রবর্তীর। একাই নিলেন ৫ উইকেট। প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান ভারতের। সেখানে ২০৫ রানেই গুটিয়ে যায় কিউইদের ইনিংস। এদিকে ভারতের হয়ে ব্যাট হাতে দাপট শ্রেয়স আইয়রের। ৭৯ রান করেন তিনি। ৪২ রান অক্ষর প্যাটেলের। তবে এদিন রান পেলেন না রোহিত শর্মা, শুভমন গিল , বিরাট কোহলিরা। কিউইদের হয়ে ৫ উইকেট ম্যাট হেনরির।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় কিউইরা। প্রথমে ব্যাট করতে নেমে একের পর এক ধাক্কা খায় টিম ইন্ডিয়া । ২ রানে আউট হন ভারতের সহ-অধিনায়ক শুভমন গিল। ১৫ রানে আউট হন রোহিত শর্মা। ১১ রান করেন বিরাট কোহলি। এরপর টিম ইন্ডিয়ার রানের সংখ্যা এগিয়ে নিয়ে যান শ্রেয়স আইয়র এবং অক্ষর প্যাটেল। ৭৯ রান করেন শ্রেয়স। ৪২ রান করেন অক্ষর। ৪৫ রান করেন হার্দিক পান্ডিয়া। ২৩ রান করেন কে এল রাহুল। ১৬ রান করেন রবিন্দ্র জাদেজা। নিউজিল্যান্ডের হয়ে ৫ উইকেট ম্যাট হেনরির। একটি করে উইকেট কীলি জেমিসন, উইলিয়াম , মিচেল স্টানার এবং রচিন রবিন্দ্রর।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কিউইরা। ৬ রান করে রচিন রবিন্দ্রর। ২২ রান করেন উইল ইয়ং। নিউজিল্যান্ডের হয়ে লড়াই চালান কেন উইলিইয়ামসন। ৮১ রান করেন তিনি। টম লাথাম করেন ১৪ রান। ভারতের হয়ে ৫ উইকেট বরুণ চক্রবর্তীর। দুটি উইকেট কুলদীপ যাদবের। একটি করে উইকেট হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল এবং রবিন্দ্র জাদেজা।

আরও পড়ুন- ২০২৫ আইপিএল-এর আগে নতুন নিয়ম সামনে আনল বিসিসিআই
–

–

–

–

–

–

–
