Wednesday, January 14, 2026

কেন্দ্রীয় প্রকল্পেই উৎসাহ নেই ডাবল ইঞ্জিন রাজ্যে, চাঞ্চল্যকর রিপোর্ট শিক্ষা মন্ত্রকের

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারি কর্মসূচিতে ভরসা হারাচ্ছে অধিকাংশ ‘ডাবল ইঞ্জিন’ রাজ্য। সম্প্রতি শিক্ষামন্ত্রকের রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বিজেপি-রাজ্যগুলি মুখ ফিরিয়ে নিচ্ছে উচ্চশিক্ষায় ঋণ (loan) সংক্রান্ত কেন্দ্রীয় ভর্তুকি (subsidy) প্রকল্পে।

পিএম-ইউএসপি (PMUSP) অর্থাৎ প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা প্রোৎসাহনের অন্তর্গত কেন্দ্রীয় সরকারি কর্মসূচি সিএসআইএস-এর মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছেলেমেয়েদের উচ্চ শিক্ষায় বিশেষ সহযোগিতা করে কেন্দ্র। এই প্রকল্পে আর্থিকভাবে পিছিয়ে পড়ারা সুযোগ পান। সংখ্যালঘু, বিশেষভাবে সক্ষম, তফসিলি জাতি বা উপজাতি, মহিলারা বিশেষ বিশেষ ক্যাটাগরিতে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ (loan) পান উচ্চশিক্ষার জন্য।

শিক্ষামন্ত্রকের রিপোর্ট, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট আবেদন জমা পড়েছে ৩ লক্ষ ৫৮ হাজার ৪৭৫টি। কিন্তু এক্ষেত্রে প্রথম তিনে রয়েছে অ-বিজেপি শাসিত রাজ্যগুলি। বিজেপি শাসিত রাজ্যগুলির অবস্থান নীচের দিকে। শীর্ষে রয়েছে কর্নাটক (Karnataka)। তাদের আবেদন ৬৮ হাজার ৬৫৭টি। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুর (Tamilnadu) আবেদন সংখ্যা ৬৭ হাজার ৪১৯টি। আর তৃতীয় স্থানে থাকা কেরলের (Kerala) আবেদন জমা পড়েছে ৬৪ হাজার ৪৩৪টি।

পক্ষান্তরে বিজেপিশাসিত অসমের (Assam) আবেদন দেড় হাজারেরও কম। ত্রিপুরায় (Tripura) মাত্র ৫৭৬টি আবেদন জমা পড়েছে। আর মোদি-রাজ্য গুজরাতে (Gujarat) আবেদন চার হাজারের কিছু বেশি। হরিয়ানায় সাড়ে তিন হাজারও ছোঁয়নি সংখ্যাটা। অর্থাৎ দেখা যাচ্ছে, সংখ্যার নিরিখে বহু পিছনে পড়ে রয়েছে ‘ডাবল ইঞ্জিন’ রাজ্যগুলি। শুধুমাত্র মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ কিছুটা মুখরক্ষা করেছে বিজেপির। মহারাষ্ট্রে ৩৪ হাজার ৩৬৪টি এবং মধ্যপ্রদেশে ১৭ হাজার ৪৬৭টি আবেদন জমা পড়েছে। পশ্চিমবঙ্গে আবেদনের সংখ্যা সংখ্যা ৮ হাজার ৬৮৮টি। তার থেকেও বড় কথা বাংলার মা-মাটি-মানুষের সরকারের নিজস্ব প্রকল্প রয়েছে উচ্চ শিক্ষা খাতে। তারপরও তারা আবেদনে বিজেপি শাসিত রাজ্যগুলির থেকে অনেক এগিয়ে।

spot_img

Related articles

‘কুকুর মুক্ত গ্রাম’ প্রতিশ্রুতি পালনে ৫০০ পথকুকুরকে বিষ দিয়ে খুন প্রধানের

ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, জিতলে 'কুকুরমুক্ত গ্রাম' করবেন। সেই প্রতিশ্রুতি রাখতে ৫০০ পথকুকুরকে অমানবিকভাবে খুনের (stray dogs murder)...

CCL: ট্রফি ফিনিয়ে আনাই লক্ষ্য যীশু-বনিদের, বেঙ্গল টাইগার্স দলে ধোনি কে?

ধারাবাহিক ব্যর্থতা অতীত, বিগত দুই মরশুমে সেলিব্রিটি ক্রিকেট লিগে(CCL) নজরকাড়া পারফরম্যান্স করেছে বেঙ্গল টাইগার্স(Bengal Tigers)। ২০২৪ সালে চ্যাম্পিয়ন...

অপরিকল্পিত এসআইআরে মহিলারাই টার্গেট! বিজেপির দলদাস কমিশনকে নিশানা তৃণমূলের

অপরিকল্পিত এসআইআরের মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম কাটার চক্রান্ত চলছে। বিজেপির দলদাস কমিশন (Electiom commission) এই কাজে বিশেষভাবে...

কাজে এল না ট্রাম্পের হুঁশিয়ারি, সোলতানিকে আজই ফাঁসি দিচ্ছে খামেনেইয়ের প্রশাসন!

আশঙ্কা সত্যি হল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই রক্তচক্ষু দেখা না কেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা যে বিন্দুমাত্র...