Saturday, August 23, 2025

দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড

Date:

Share post:

সবাই ভেবেছিল, চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) অন্যতম সেরা ম্যাচ হতে চলেছে লাহৌরের এই সেমিফাইনাল। যে ম্যাচে মুখোমুখি দুরন্ত ফর্মে থাকা দুই দল – নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। কার্যত কোনও লড়াই-ই হল না। দক্ষিণ আফ্রিকাকে (South Africa vs New Zealand) একপেশে ম্যাচে ৫০ রানে উড়িয়ে দিল নিউজিল্যান্ড। আর সেই সঙ্গে নিশ্চিত হয়ে গেল যে, রবিবার, ৯ মার্চ দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।

সাল ২০০০। নাইরোবিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। সেই ফাইনালে সৌরভ গঙ্গোপাধ্যায় ছিলেন ভারতের অধিনায়ক। ফাইনালে ভারতের হয়ে ইনিংস ওপেন করতে নেমে দুরন্ত সেঞ্চুরি করেছিলেন বেহালার বাঁহাতি। সৌরভের ১১৭ রানের পাশাপাশি ৬৯ রান করেছিলেন সচিন তেন্ডুলকর। ওপেনিং পার্টনারশিপে ১৪১ রান যোগ করার পরেও ভারত মাঠ ছেড়েছিল খালি হাতে। ভারতের ২৬৪/৬ স্কোর ২ বল বাকি থাকতে হাতে ৪ উইকেট রেখে পেরিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। অল্পের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি সৌরভের হাতে ওঠেনি।
২৫ বছর ধরে যে যন্ত্রণা পুষে রেখেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। আড়াই দশক আগের সেই শাপমোচন হবে দুবাইয়ে? এখন থেকে প্রার্থনা শুরু করে দিয়েছেন ভারতীয় ক্রিকেট ভক্তরা।

এদিন নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে রানের পাহাড়ে পৌঁছে গিয়েছিল। জোড়া সেঞ্চুরি কেন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্রর। নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে তোলে ৩৬২/৬। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ড রান।

জবাবে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৩১২/৯ স্কোরে আটকে গেল দক্ষিণ আফ্রিকা। তাদের হয়ে কার্যত একক লড়াই করলেন ডেভিড মিলার। ৬৭ বলে ১০০ রানে অপরাজিত রইলেন কিলার মিলার। ইনিংসের শেষ বলে সেঞ্চুরি করলেন তিনি। তিনি ছাড়া রান পেয়েছেন রাসি ফান দার দাসেন (৬৬ বলে ৬৯)। তেম্বা বাভুমা ৫৬ রান করলেও ৭১ বল খেলে সমালোচনার মুখে।

 

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...