ট্যাংরা-কাণ্ডে ম্যাজিস্ট্রেটের কাছে দোষ স্বীকার করতে চান প্রসূন

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেই পুলিশ গ্রেফতার করে ট্যাংরা-কাণ্ডে অন্যতম অভিযুক্ত ছোট ভাই প্রসূন দে কে। এরপর বুধবার তাকে বাড়িতে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নিমাণ করা হয়। আর ধৃত প্রসূন-কে বৃহস্পতিবার নিয়ে আসা হয় শিয়ালদহ আদালতে। এদিন আদালতে সরকারি আইনজীবী আবেদন জানান, প্রসূনের জেল হেফাজতের। আইনজীবী জানান, উনি ম্যাজিস্ট্রেটের কাছে দোষ স্বীকার করবেন।বিচারক প্রসূনকে ডেকে পাঠান ও জিজ্ঞাসা করেন, ম্যাজিস্ট্রেটের সামনে দোষ স্বীকার করবেন? প্রসূন জানান, হুঁ। তাকে জিজ্ঞেস করা হয়, আপনার আর কিছু বলার আছে?প্রসূন ‘না’ বলেন।

এরপর আদালতে প্রসূনকে প্রশ্ন করা হয়, দু’দিন পুলিশ হেফাজতে কোনও অসুবিধা হয়েছে? যা যা লেখা আছে, আপনার দোষ স্বীকার করার কথা, সেটা আপনি ইচ্ছা প্রকাশ করেছেন তো? প্রসূন ফের ঘাড় নেড়ে উত্তর দেয় ‘হুঁ’। কেউ আপনাকে জোর করেনি তো? প্রসূন ঘাড় নেড়ে উত্তর দেন, ‘না’।বিচারক বলেন, ওরা আপনাকে জেলে পাঠাতে চায়। প্রসূন বলেন, আমি ম্যাজিস্ট্রেটের কাছে দোষ স্বীকার করতে চাই। সেটা করার একটা নিয়ম আছে। জেলে যাওয়ার পর আপনি দুদিন সময় পাবেন। পুরো বিষয়টা ভাববার। তারপর আপনি আপনার কথা ম্যাজিস্ট্রেটকে জানাবেন।এরপরই প্রসূন দে-কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।