Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

১) ফের নীল জার্সিতে দেখা যেতে চলেছে সুনীল ছেত্রীকে। গত বছর জুন মাসে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন তিনি। কিন্তু ফের ভারতীয় দলে দেখা যাবে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ককে। অবসর ভেঙে ফের আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন সুনীল।

২) ছেত্রীর প্রত্যাবর্তন প্রসঙ্গে কোচ মানোলো মার্কেজ বলেন, “এশিয়ান কাপে যোগ্যতা অর্জন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন ম্যাচগুলোর গুরুত্ব বিবেচনা করে আমি সুনীলের সঙ্গে কথা বলি এবং তাঁকে জাতীয় দলে ফেরার অনুরোধ জানাই।

৩) এএফসি চ্যালেঞ্জ লিগ কোয়ার্টার-ফাইনালে হোম ম্যাচে তুর্কমেনিস্তানের এফকে আর্কাদাগের কাছে ১-০ গোলে হারে ইস্টবেঙ্গল এফসি। ভালো খেলেও হারের মুখ দেখে লাল-হ্লুদ। আর তাই এই হারার পরেও আশা ছাড়তে নারাজ লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো। তাঁর দল আগামী দিনে ঘুরে দাঁড়াবে বলেই মনে করছেন ইস্টবেঙ্গল কোচ।

৪) চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। ফাইনালে কিউইদের সামনে ভারত। আর ফাইনালে উঠেই টিম ইন্ডিয়াকে হুঙ্কার নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনারের। জানালেন, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে তৈরি হয়েই নামবেন তাঁরা।

৫) অবশেষে জল্পনার অবসান। ২০২৫ সুপার কাপের আসর বসতে চলেছে ভুবনেশ্বরে। এমনটাই জানিয়ে দেওয়া হল সর্বভারতীয় ফুটবল সংস্থা। গতবছরও ভুবনেশ্বরে বসেছিল এই টুর্নামেন্টের আসর। ২১ এপ্রিল থেকে শুরু হবে সুপার কাপ।

আরও পড়ুন- অবসর ভেঙে ফের নীল জার্সিতে ফিরতে চলেছেন সুনীল