Wednesday, November 5, 2025

হালতু-কাণ্ডে পুলিশের জালে আরও এক ‘লোন এজেন্ট’!

Date:

Share post:

হালতু-কাণ্ডে নয়া মোড়। হালতুতে একই পরিবারে তিন জনের মৃত্যুর ঘটনায় দিন কয়েক আগেই চঞ্চল মুখোপাধ্যায় নামে এক ‘লোন এজেন্ট’ কে গ্রেফতার করেছিল পুলিশ। এবার সেই ঘটনায় সোমশুভ্র মণ্ডল নামে অন্য এক লোন এজেন্টকে গ্রেফতার করল পুলিশ।সুভাষগ্রাম থেকে তাঁকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। অভিযোগ, মৃত সোমনাথ এবং তার পরিবারকে ব্যাঙ্ক লোনের টাকা মেটাতে না পারায়, বারবার চাপ দিয়ে হেনস্থা করেছিলেন চঞ্চল এবং সোমশুভ্র দু’জনেই। এমনকী, সেটা এমন পর্যায়ে পৌঁছেছিল যে সেই মানসিক চাপ নিতে পারেন নি ওই দম্পতি। সুইসাইড নোটে এই লোন এজেন্টের নামও দেওয়ালে লিখে গিয়েছেন মৃত সোমনাথ।

প্রসঙ্গত, সপ্তাহখানেক আগে হালতুর পূর্ব পল্লির একটি বাড়ি থেকে উদ্ধার হয় সোমনাথ রায় (৪০), সুমিত্রা রায় (৩৫) ও তাদের নাবালক ছেলের দেহ। সন্তানকে বুকে জড়িয়ে ধরে গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সোমনাথ। তার পাশেই দড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছিল তার স্ত্রীর দেহ। সোমনাথ পেশায় ছিলেন অটোচালক। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বিপুল দেনায় ডুবেছিলেন তিনি। আসলে সোমনাথের ছেলে জন্ম থেকে জটিল রোগে আক্রান্ত। ছেলের চিকিৎসা করতে গিয়ে বিপুল টাকার প্রয়োজন ছিল। আর সেই টাকা জোগাড় করতেই একটি অটো বিক্রি করে দেওয়ার পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে বিপুল টাকা লোন নিয়েছিলেন। কিন্তু সেই টাকা শোধ করতে পারছিলেন না।অথচ এই দুই এজেন্টই টাকা শোধ দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন।প্রতিবেশীরা জানিয়েছেন, বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমনাথ একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে লোন নিয়েছিলেন ৫ লক্ষ টাকা। লোন প্রদানকারী একটি প্ল্যাটফর্ম থেকে ১.৬২ লক্ষ, একটি অ্যাপ থেকে ২ লক্ষ এবং অন্য একটি সংস্থা থেকে ২ লক্ষ টাকা ধার নিয়েছিলেন। টাকা ধার পেতে তাকে সাহায্য করেছিলেন এই সোমশুভ্রই।এর জন্য মোটা টাকা কমিশনও নিয়েছিলেন সোমশুভ্র। হালতুর ঘটনায় ইতিমধ্যেই সোমনাথের মামা এবং মামিকে গ্রেফতার করেছে পুলিশ। সবমিলিয়ে এখনও পর্যন্ত গ্রেফতার ৪ জন। পুলিশ জানিয়েছে, আরও এক লোন রিকভারি এজেন্টের খোঁজ চলছে।

আসলে সোমনাথ সপরিবারে তার মামাবাড়িতে থাকতেন। ওই বাড়ি নিয়েও মামা-মামির সঙ্গে তার অশান্তি হচ্ছিল বলে প্রতিবেশীদের দাবি। সোমনাথ, তার স্ত্রী এবং তার সন্তানের মৃত্যুর পর সুমিত্রার বাবা বিশ্বনাথ ভৌমিক এবং সুমিত্রার দিদি সুপর্ণা ভৌমিক কসবা থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের উপর ভিত্তি করেই শুরু হয়েছে তদন্ত।

 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...