ভর সন্ধেয় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি! জখম ২

তৃণমূল কর্মীকে লক্ষ্য করে একের পর এক গুলি! শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ায়। গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম বিকাশ সিং। গুলিতে জখম হয়েছেন আরও এক যুবক। তাঁর নাম সন্তু দাস।

সূত্রের খবর, বিকাশ সিং ও তাঁর সঙ্গীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি চালানোর পরই বাইকে করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তাঁরা। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত শত্রুতা বা রাজনৈতিক বিরোধ থেকেই এই ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত শুরু হয়েছে এবং দুষ্কৃতীদের সন্ধানে নেমেছে পুলিশ।

আরও পড়ুন- খড়ের গাদায় উদ্ধার তৃণমূল কর্মীর ভাইয়ের দেহ! পরিকল্পনা করে খুনের অভিযোগ পরিবারের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_