মুম্বইয়ে নির্মীয়মান বহুতলে বিপর্যয়: ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মৃত ৪

মৃত্যুর খবর দিয়েই দায় ঝাড়ার চেষ্টা মুম্বই পুলিশের (Mumbai Police)। ঘটনায় আঙুল উঠেছে নির্মীয়মান বহুতলের নির্মাণকারী সংস্থা ও বিএমসি-র (BMC) নজরদারির উপর

বহুতলের জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মুম্বইয়ে (Mumbai) মৃত্যু হল চার শ্রমিকের। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি এক শ্রমিক। ঘটনার পর প্রশ্নের মুখে বেসরকারি নির্মাণ সংস্থা। সেই সঙ্গে প্রশ্ন উঠেছে বিএমসি-র (BMC) জল ট্যাঙ্ক বা সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করা সংক্রান্ত নিয়ম ও নজরদারি নিয়ে।

মুম্বইয়ের (Mumbai) নাগপদ এলাকায় ডিমটিমকর রোডের একটি নির্মীয়মান বহুতলের মাটির নিচের জলের ট্যাঙ্ক পরিষ্কার করার কাজ করছিলেন পাঁচ শ্রমিক রবিবার দুপুরে। দীর্ঘক্ষণ কাজ করায় দমবন্ধ হয়ে আসে তাঁদের। সাড়া না পেয়ে অন্যান্য শ্রমিকরা দ্রুত স্থানীয় পুলিশে খবর দেয়। পুলিশ দমকলে (fire brigade) খবর দেয়। তাঁরাই এসে শ্রমিকদের উদ্ধার করা শুরু করে।

পাঁচ শ্রমিককে সরকারি জে জে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চারজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। একজনকে চিকিৎসার পরে স্থিতিশীল করা সম্ভব হয়। যদিও মৃত্যুর খবর দিয়েই দায় ঝাড়ার চেষ্টা মুম্বই পুলিশের (Mumbai Police)। ঘটনায় আঙুল উঠেছে নির্মীয়মান বহুতলের নির্মাণকারী সংস্থা ও বিএমসি-র (BMC) নজরদারির উপর।