ডবল ইঞ্জিন ইন্দোরে ভারতের জয় উদযাপনে পাথরবাজি! দুপক্ষের সংঘর্ষে জ্বলল আগুন

একের পর এক বাইক ও গাড়িতে আগুন লাগানো হয়। এরপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দুপক্ষকে দুই দিকে সরিয়ে দিলে শুরু হয় পাথর বাজি (stone pelting)

বিজেপি শাসিত রাজ্যগুলিতে সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে ক্ষতিগ্রস্ত, ফের একবার তার প্রমাণ মিলল চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) ভারতের জয়ের পরে। এলাকা দিয়ে বিজয় মিছিল কাদের যাবে, সেই বিতর্ক থেকে মধ্যপ্রদেশের ইন্দোরের (Indore) জ্বলল আগুন। পাথরবাজিতে (stone pelting) আহত বহু। মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।

ক্রিকেট খেলা যেখানে বহু যুগ ধরে ভারতে সম্প্রীতির পথ তৈরি করেছে, সেখানে বিজেপি শাসিত রাজ্যগুলিতে ভারতের জয়ের খবরেও সম্প্রীতির বাতাবরণ তৈরি হয় না। রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরে গোটা দেশ উচ্ছ্বাসে মাতোয়ারা হয়। ইন্দোরের মোহ (Mhow) শহরে মিছিল বের করে স্থানীয়রা। জামা মসজিদের সামনে আসতেই পরিস্থিতি বিরূপ আকার ধারণ করে।

স্থানীয়দের দাবি, দুই গোষ্ঠীর মধ্যে কাদের মিছিল ওই পথ দিয়ে যাবে তা নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। সেই দ্বন্দ্ব থেকে প্রথমে রাস্তার ধারে দাঁড় করিয়ে রাখা একের পর এক বাইক ও গাড়িতে আগুন লাগানো হয়। এরপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দুপক্ষকে দুই দিকে সরিয়ে দিলে শুরু হয় পাথর বাজি (stone pelting)।

পুলিশকে টিয়ার গ্যাসের সেল ফাটাতে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। অনেক রাত পর্যন্ত দু পক্ষের অশান্তি থামাতে মৃদুল লাঠিচার্জ করা হয়। ঘটনায় অনেকে আহত হলেও সরকারিভাবে তার তথ্য এখনও পুলিশ পায়নি। এলাকায় (Mhow) বিপুল পরিমাণ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে পরবর্তীকালে কোন শান্তি যাতে তৈরি না হয়, তা নজরদারির জন্য।