কাজের টোপ দিয়ে হোটেলে তরুণীকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

তরুণী কাজের জন্য হন্যে হয়ে ঘুরছিলেন। আর সেই কাজ খুঁজতে যাওয়াই কাল হল। মাঝবয়সী এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়।তিনি কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেন। কায়দা করে কাজের টোপ দিয়ে নিয়ে যাওয়া হয় হোটেলের ঘরে।সেকানেই ধর্ষণের শিকার হন ওই তরুণী।দক্ষিণ কলকাতায়(south calcutta) এই ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগ পাওয়ার পর কলকাতা পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। সোমবার তাকে আদালতে তোলা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৫৯ বছর বয়সী ধৃত ব্যক্তির নাম কীর্তি মেহতা।মাসখানেক আগে ওই ব্যক্তির সঙ্গে ২১ বছর বয়সী তরুণীর পরিচয় হয়। ওই তরুণী তার কাজের প্রয়োজনের কথা এই ভদ্রলোককে জানিয়েছিলেন। তারপরই তরুণীকে কাজ পাইয়ে দেওয়ার টোপ দেওয়া হয়।

গত ৭ মার্চ ওই তরুণীকে ভবানীপুরের(bhabanipur) একটি হোটেলে নিয়ে যান কীর্তি।ওই হোটেলের একটি ঘরেই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।এমনকী, হুমকি দেওয়া হয়, ঘটনার কথা কাউকে বললে পরিণতি খারাপ হবে।অবশ্য ভয় না পেয়ে ভবানীপুর থানায় ওই তরুণী লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই ব্যক্তিকে রবিবার রাতে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী দিল্লির বাসিন্দা। কলকাতায় এক পানশালায় তিনি কাজ করেন। সম্প্রতি তিনি কাজের খোঁজ করছিলেন। শিয়ালদহ আদালতে ওই তরুণীর গোপন জবানবন্দি নেওয়া হয়েছে।তরুণীর মেডিকেল টেস্ট করার নির্দেশ দিয়েছে আদালত।