নরেন্দ্র মোদির গুজরাটে (Gujrat) নরবলি! তন্ত্রসাধনার নামে নৃশংসভাবে খুন পাঁচ বছরের শিশু কন্যা। সোমবার পানাজ গ্রামের লালু তড়ভি (Lalu Tarvi) নামের এক বাসিন্দা তন্ত্রসাধনার সিদ্ধি লাভের জন্য গ্রামেরই এক বাড়ির সামনে খেলতে থাকা পাঁচ বছরের শিশু কন্যাকে তুলে নিয়ে গিয়ে তাঁর গলার নলি কেটে খুন করেন বলে অভিযোগ উঠেছে। কুঠার দিয়ে শিশু হত্যার পর তাঁর রক্তে অভিযুক্ত মন্দিরের বেদি ভিজিয়ে দেন বলেও জানা গেছে। স্থানীয়দের অভিযোগ এরপর আরও এক শিশুকে তুলে নিয়ে গিয়ে একই কাণ্ড ঘটানোর আগেই অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে গ্রামবাসী। গোটা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। মোদি-শাহদের (Narendra Modi – Amit Shah)নিজের রাজ্যের এই ঘটনায় রীতিমতো শিউরে উঠছেন প্রত্যেকেই। প্রশ্ন উঠছে, বিজেপির (BJP State) ডাবল ইঞ্জিন রাজ্য এখনও এত কুসংস্কারে আচ্ছন্ন?

গ্রামের বাসিন্দাদের কাছে অভিযোগ পেয়ে লালু ওরফে ভুবা নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বাড়ি থেকে পাঁচ বছরের শিশুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁর শারীরিক কোনও হেনস্থা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি অভিযুক্তের মানসিক সমস্যা রয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। স্থানীয়রা জানিয়েছেন লালু তড়ভি এলাকায় তন্ত্র সাধনার জন্য পরিচিত। কিন্তু শিশু কন্যাকে অপহরণ করে খুন করার মতো ঘটনা যে তিনি ঘটাতে পারেন তা আন্দাজ করতে পারেননি এলাকাবাসী। অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে প্রশাসন।

–

–
–

–

–

–

–

–

–

–
–