Friday, November 7, 2025

বিতর্ক বাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে, বড় পদক্ষেপ নিতে চলেছে পিসিবি : সূত্র

Date:

Share post:

সদ্য শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। তবে এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে করে শুরু হয়েছে বিতর্ক। বিতর্ক পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে। যেখানে ডাকা হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তানের কোন কর্তাকে। যদিও এই নিয়ে মুখ খুলেছে আইসিসি। তবে আইসিসি যে ব্যাখ্যা দিয়েছে তা মানতে নারাজ পাকিস্তান ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, তারা আরও বড় পদক্ষেপ করতে চলেছে।

নিয়ম অনুযায়ী আয়োজক দেশ হিসাবে মঞ্চে থাকা উচিত ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনও কর্তার। কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিনি এবং সচিব দেবজিৎ শাইকীয়া । ছিলেন আইসিসির চেয়ারম্যান জয় শাহও। অর্থাৎ, মঞ্চের তিন প্রধান অতিথিই ভারতীয়। কিন্তু ছিলে না কোন পিসিবির কর্তা। আর জানা যাচ্ছে, কেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনও প্রতিনিধিকে ডাকা হয়নি, আইসিসির কাছে তার জবাব চায় পাক বোর্ড।

এই নিয়ে এক সূত্রের দাবি, পাক বোর্ডের সিইও সুমাইর আহমেদ হাজির ছিলেন দুবাই স্টেডিয়ামে। তবু পুরস্কারমঞ্চে তাঁকে ডাকা হয়নি। যদিও এই নিয়ে মুখ খুলেছে আইসিসি। আইসিসি জানায়, নিয়ম অনুযায়ী কোনও ক্রিকেট বোর্ডের সভাপতি, সহ-সভাপতি, চেয়ারম্যান বা সচিবকে পুরস্কারমঞ্চে ডাকা যায়। তার বাইরে কাউকে সেখানে ডাকা যায় না। যদিও আইসিসির এই ব্যাখ্যা মানতে নারাজ পাকিস্তান। তাদের দাবি, বোর্ডের সিইও তো সেখানে ছিলেন। তাঁকে কেন ডাকা হল না।

আরও পড়ুন- ঘোষণা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশ, দলে টিম ইন্ডিয়া থেকে রয়েছেন ক’জন?

spot_img

Related articles

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...