Thursday, November 13, 2025

কত ডুপ্লিকেট এপিক কার্ড? জানতে জাতীয় নির্বাচন কমিশনে তৃণমূলের ১০ প্রতিনিধি, নিরুত্তর EC

Date:

Share post:

ভূতুড়ে ভোটার ধরতে জাতীয় নির্বাচন কমিশনের উপরে চাপ বাড়াতে স্মারকলিপি জমা দিল তৃণমূল। মঙ্গলবার ফের তৃণমূলের (TMC) ১০ সদস্যের প্রতিনিধি দল যায় নির্বাচন কমিশনে। বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) জানান, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভুয়ো ভোটার নিয়ে যে প্রশ্ন তুলেছেন তার কোনও সদুত্তর কমিশনের কাছে নেই।

ভূতুড়ে ভোটার ইস্যুতে চাপ বাড়াতে এদিন সন্ধে ছ-টা নাগাদ দিল্লিতে নির্বাচন কমিশনের (EC) দফতরে তৃণমূলের (TMC) ১০ প্রতিনিধি। দলে ছিলেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, সাগরিকা ঘোষ, কীর্তি আজাদ-সহ ১০ তৃণমূল সাংসদ। সেখানে গিয়ে তাঁরা দাবি জানান, সঠিক তথ্য পরিসংখ্যান দিয়ে কমিশনকে জানাতে হবে কত ভুয়ো ভোটার রয়েছেন। কমিশন যে জানিয়েছিল ৩ মাসের মধ্যে ভুয়ো ভোটার সংক্রান্ত সমস্যার সমাধান করবে, তা কিসের ভিত্তিতে তারা বলেছিল? এর উত্তরও চায় তৃণমূল কংগ্রেস।

কমিশন থেকে বেরিয়ে কল্যাণ বলেন, নির্বাচন প্রক্রিয়া ঠিক পদ্ধতিতে করতে হবে। সেটা নির্ভর করছে কমিশনের উপর। মানুষের আস্থা হল ভোটার কার্ড ও ভোটার লিস্টে। সেটা ঠিক না থাকলে আস্থা নষ্ট হয়ে যায়। তৃণমূল সাংসদ বলেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটার নিয়ে যে প্রশ্ন তুলেছেন তার কোনও সদুত্তর কমিশনের কাছে নেই। তিন মাসের মধ্যে বলছে সমস্যার সমাধান করবে, অথচ কোথায় কত সংখ্যক ভুয়ো ভোটার কার্ড রয়েছে তার তথ্য জানাতে পারছে না কমিশন। সঠিক সংখ্যাটা আমরা জানতে চাই।

spot_img

Related articles

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...