রিসেল সাইটে সিএসকে বনাম মুম্বই ম্যাচের টিকিটের দাম প্রায় ১ লাখ!

আইপিএলের (IPL) উন্মাদনা শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। ২২ মার্চ আইপিএলের বোধন।২৩ মার্চ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের ম্যাচ। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। সিএসকের পক্ষ থেকে এখনও হোম গ্রাউন্ডের ম্যাচগুলির টিকিট বিক্রি শুরু হয়নি। তারই মধ্যে টিকিটের কালোবাজারি শুরু হয়েছে। জানলে অবাক হবেন, এক রিসেল সাইটে সিএসকে বনাম মুম্বই (CSK vs MI) ম্যাচের টিকিটের দাম উঠেছে প্রায় ১ লাখের কাছাকাছি।

টিকিট রিসেল ওয়েবসাইট Viagogo-র মতে, সিএসকে বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের KMK লোয়ার স্ট্যান্ডের একটি আসনের সর্বাধিক দাম ৮৫,৩৮০ টাকা। ৮৪টি টিকিট বিক্রির জন্য উপলব্ধ। দাম শুরু হচ্ছে ১২,৫১২ টাকা থেকে। বর্তমানে, ওই ওয়েবসাইটে সিএসকের ৬টি হোম ম্যাচের টিকিট দেখানো হয়েছে।লোয়ার স্ট্যান্ডের টিকিট আসল দামের চেয়ে প্রায় ১০ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে।

প্রসঙ্গত, এবার ইডেন গার্ডেন্সে কেকেআরের যে ম্যাচগুলি রয়েছে, সেগুলির টিকিটের দামও অন্যবারের তুলনায় বেশি রাখা হয়েছে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নাইটপ্রেমীরা ক্ষোভ উগরে দিয়েছেন।চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে দেশে ফিরেই সিএসকে শিবিরে যোগ দিয়েছেন তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। ৯ মার্চ মিনি বিশ্বকাপ জিতেছে ভারত। ১১ মার্চ ইয়েলোব্রিগেডে যোগ দিয়েছেন জাড্ডু। এবার আইপিএলে জাড্ডু ঝড় ওঠার অপেক্ষা।