Thursday, August 28, 2025

বিধানসভার চেয়ার ভাঙিনি, প্রমাণ করলে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেব: বিজেপির শঙ্করকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

“আমি বিধানসভার চেয়ার ভাঙিনি, প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেব” – বিধানসভায় (Assembly) বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বুধবার বিধানসভার অভিবেশনে বাম আমলে চেয়ার ভাঙার প্রসঙ্গ তুলে বিজেপি (BJP) বিধায়ক শঙ্কর ঘোষ (Shankar Ghosh) বলেন, “আপনি বলেন, সত্যের জন্য কোনও কিছু ত্যাগ করা যায় না। তাহলে আমি নিশ্চিয়‌ই আশা করব আপনি স্বীকার করবেন এই বিধানসভার সদস্য না হয়েও আপনি বিধানসভা ভাঙার কাজে যুক্ত ছিলেন।” এর পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন ক্ষুব্ধ মমতা। বলেন, “প্রমাণ দিতে পারলে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেব।”

এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গেলে তুমুল হট্টোগোল শুরু করেন শঙ্কর ঘোষ-সহ বিজেপি বিধায়করা। সেই সময় মমতা মনে করিয়ে দেন, “আমাদের দলেরও ৪২ জন এমপি লোকসভা, রাজ্যসভায় আছেন। তাঁরাও বিএ কমিটির বৈঠকে উপস্থিত থাকেন। আমি তাঁদের বারবার বলি তোমরা সব আলোচনায় অংশ নেবে। হাউস চালাতে সাহায্য কোরো।” এইর পরেই বিজেপি বিধায়কদের উদ্দেশে তিনি বলেন, “যখন আমরা কোনও চেয়ারে বসি, তখন আমরা সেটার প্রতি যত্নশীল থাকি।” এই কথার পরেও গোলমাল না থামায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা আগে বলে নিন। কিন্তু আমি বলার সময় আশা করব আপনারা বেরিয়ে যাবেন না।” ধর্মের নামে বিভাজনের রাজনীতি করা নিয়ে বিজেপিকে আক্রমণ করেন মদন মিত্র, ফিরহাদ হাকিম-সহ তৃণমূল নেতৃত্ব। সেই প্রসঙ্গে টেনে শঙ্কর বলেন, “আপনি চেয়ারের মর্যাদা রাখলে আমরাও আপনার চেয়ারের মর্যাদা রাখব, যদি আপনি সেটা না রাখেন তাহলে আমরাও রাখতে পারব না।”
আরও খবরধর্মের নামে জালিয়াতি করবেন না! নাম না করে ‘দলবদলু’ শুভেন্দুকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর

পাল্টা মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, “ফিরহাদ হাকিমকে আমি নিজে বলেছি এই ধরনের কথা বলা যাবে না। মদন মিত্র বা হুমায়ূন কবীর যে কথা বলেছেন প্রতিটা ক্ষেত্রে আমরা পদক্ষেপ করেছি। এটা দলের অভ্যন্তরীণ বিষয়, এখানে বলা যায় না, তাও বললাম। আমাদের দল অনেক ডিসিপ্লিনড। আজ আপনারা এখানে যা বললেন তার ৯০ শতাংশ হলো ডাহা মিথ্যা।”

spot_img

Related articles

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...