Saturday, November 15, 2025

তৃণমূলের চাপে তৎপরতা! মঙ্গলে আধার-ভোটার কার্ড সংযুক্তিকরণ নিয়ে বৈঠক নির্বাচন কমিশনের

Date:

Share post:

ভুয়ো ভোটার কার্ড (Voter Card) নিয়ে তৃণমূলের (TMC) লাগাতার চাপের কাছে ফের নতিস্বীকার জাতীয় নির্বাচন কমিশন৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলের প্রবল চাপের মুখে পড়ে ডুপ্লিকেট এপিক কার্ডের সমস্যা দূর করার লক্ষ্যে এবার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের (Aadhar Card) সংযুক্তিকরণের ভাবনা শুরু জাতীয় নির্বাচন কমিশনের৷ ১৮ মার্চ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, আধার কর্তৃপক্ষ ইউআইএডিএআই-র সিইও, আইন সচিব ও সংসদ বিষয়ক মন্ত্রকের সচিবের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার৷

সূত্রের খবর, এই বৈঠকেই আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের (Voter Card) সংযুক্তিকরণের বিষয়টি খতিয়ে দেখা হবে৷ এর আগে বিজ্ঞপ্তি জারি করে দেশের নির্বাচন পরিকাঠামোকে আরও মজবুত করার লক্ষ্যে সব রাজনৈতিক দলের অভিমত জানতে চেয়েছিল জাতীয় নির্বাচন কমিশন৷ ৩০ এপ্রিলের মধ্যে সেই মতামত জানানোর অনুরোধও করা হয়েছে৷ রাজনৈতিক দলগুলির সুপ্রিমোদের সঙ্গে আলাদা করে বৈঠকে বসার কথাও জানিয়েছে নির্বাচন কমিশন৷ এসবই করা হয়েছে ডুপ্লিকেট ইস্যুতে তৃণমূল কংগ্রেসের অনড় অবস্থানের কাছে পিছু হটে৷

ভূতুড়ে ভোটার ইস্যুতে তৃণমূল যে কোনওভাবেই পিছু হটবে না, সেকথা জানিয়ে গত সপ্তাহেই দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেছে তৃণমূল সংসদীয় প্রতিনিধি দল৷ সারা দেশে মোট কত ডুপ্লিকেট এপিক কার্ড ইস্যু হয়েছে সেই সংখ্যা জানাতে হবে, দাবি তুলেছে তৃণমূল৷ একইসঙ্গে তাদের প্রশ্ন, তিন মাসের মধ্যে এই সমস্যা দূর করার আশ্বাস কীভাবে দিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন৷ ডুপ্লিকেট এপিক ইস্যুতে সংসদে বিস্তারিত আলোচনার দাবিও তুলেছে তৃণমূল৷

বাংলার শাসকদলকে সমর্থন জানিয়ে এগিয়ে এসেছে কংগ্রেস, সপা, আরজেডি, আম আদমি পার্টি, বিজেডি সহ অন্যান্য বিরোধী দলগুলি৷ এই আবহেই চূড়ান্ত ভাবে ব্যাকফুটে থেকে শনিবার নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ নিয়ে বৈঠক করা হবে৷ এর আগে ২০২১ সালে জনপ্রতিনিধিত্ব আইন সংশোধন করে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তিকরণের কাজ শুরু করেছে কেন্দ্রীয় সরকার৷ শীর্ষ আদালতের নির্দেশ মেনে এখনও বিষয়টিকে ‘ঐচ্ছিক’ পর্যায়ে রাখা হয়েছে৷

শনিবার এই ইস্যুতেই জাতীয় নির্বাচন কমিশনকে ফের নিশানা করেছে তৃণমূল শিবির৷ এই প্রসঙ্গে দলের অবস্থান ব্যাখ্যা করে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার ডেপুটি লিডার সাগরিকা ঘোষ বলেন, “এই সব পদক্ষেপ করে আসলে নির্বাচন কমিশন নিজেদের মুখ বাঁচানোর চেষ্টা করছে৷ এই কারণেই প্রথমে তিনটি বিবৃতি জারি করা হয়েছে, তার পরে এখন এই বৈঠকের কথা জানানো হচ্ছে৷ আমরা কমিশনের উপরে তীক্ষ্ণ দৃষ্টি বজায় রাখছি৷”

spot_img

Related articles

আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মের সার্ধশতবর্ষপূর্তিতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

ইতিহাসের পাতায় মাতৃভূমির বীর পুত্র এবং কন্যাদের জন্ম প্রতিনিয়ত ভারতের চেতনার প্রকাশ ঘটিয়েছে। ভগবান বিরসা মুন্ডা নক্ষত্রমণ্ডলের অন্যতম...

দক্ষিণেশ্বর স্টেশনের কাছে সিগন্যালিংয়ের কাজ, ব্লু লাইনে মেট্রো চলছে বরাহনগর পর্যন্ত

সকাল সকাল ব্যাহত মেট্রো পরিষেবা (Metro Service Interrupted)। মেট্রো চলছে শহিদ ক্ষুদিরাম থেকে বরাহনগর পর্যন্ত। ব্লু লাইনে দক্ষিণেশ্বর...

শীতের অনুভূতিতে বাধা, কার্তিকের শেষ লগ্নে চড়বে পারদ জানালো হাওয়া অফিস

ভোররাত থেকে সকাল পর্যন্ত রাজ্যজুড়ে চলতে থাকার শীতের আমেজে এবার সাময়িক বিরাম। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)...

লালকেল্লার কাছে বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার মেডিক্যাল ছাত্র!

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের (Delhi Blast near Red fort) ঘটনায় এবার উত্তর দিনাজপুরের (North Dinajpur) সূর্যাপুর বাজার...