Thursday, August 21, 2025

‘তিমিদের গান’, উৎপল সিনহার কলম

Date:

Share post:

উৎপল সিনহা

তিমি মাছ গান গায় ? কেমন সে গান ? খুব কি সুরেলা ?মানুষের মতো গান গাইতে পারে তিমিরা ? সে গান কি তিমির- বিলাসী , নাকি তিমির বিনাশী ! তারা কি একা একা গান গায় , নাকি কোরাস-এ ? সুর তো থাকেই , কিন্তু বাণী ? মানে , গানের কথা ? কী বার্তা দিতে চায় তিমিরা তাদের গানে গানে ? তিমির হননের বার্তা বুঝি !
আসলে তিমি মাছেরা নিজেদের অনুভূতি বোঝাতে বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করে । সঙ্কেত দেয় । পরস্পরের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য সেইসব শব্দ বা সঙ্কেত ভীষণ গুরুত্বপূর্ণ । জলের গভীরে তাদের অন্যান্য ইন্দ্রিয়গুলির ক্ষমতা সীমাবদ্ধ থাকার কারণেই শব্দসঙ্কেত এতো জরুরি হয়ে পড়ে ।

তিমি শিকারী ক্যাপ্টেন wm ১৮৮১ সালে জাপান সাগরে ব্রিগেডিয়ার এলিজায় থাকাকালীন এইচ কেলি প্রথম ব্যক্তি , যিনি তিমি মাছের গান গাওয়া ব্যাপারটা চিনতে পারেন । তিমি ভোকালাইজেশন , অর্থাৎ তিমিদের দ্বারা ব্যবহৃত একটি প্রক্রিয়া , যা যোগাযোগ এবং তাদের পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহে সহায়তা করে এমন বেশ কয়েকটি ভোকাল ধ্বনি তৈরি করে ।

তিমিদের কণ্ঠস্বরের মধ্যে ক্লিক , শিস , ঘর্ষণ , চিৎকার ,হাহাকার এবং স্পন্দিত ডাক অন্তর্ভূক্ত । গবেষণায় দেখা গেছে তিমিদের কণ্ঠস্বরের পিচ পরিবর্তিত হয় নানা প্রাকৃতিক কারণে । যদিও জীবিত গান গাওয়া তিমির অভ্যন্তরীণ অঙ্গগুলোর পর্যবেক্ষণ মূলত অসম্ভব হলেও গবেষকেরা নিশ্চিত যে , তিমিরা তাদের গলা ও বুকের পেশি সঙ্কুচিত করে শব্দ তৈরি করে , যা তাদের ফুসফুস থেকে বাতাসকে ইউফোল্ডের মধ্য দিয়ে জোর করে পাঠায় , যার ফলে এটি কম্পিত হয় । শব্দতরঙ্গ তৈরি করে ।

আর্কটিক অঞ্চলে তিমিদের গান শোনা যায় । হাম্পব্যাক তিমিরা দীর্ঘসময় ধরে গান গায় । তাদের গানের মাধ্যমে তারা তাদের সঙ্গীদের আকৃষ্ট করে এবং অন্যান্য তিমিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। গবেষণায় জানা যায় , তিমিদের গান ভীষণ মধুর হয়ে ওঠে তাদের উদরপূর্তি অর্থাৎ খাওয়াদাওয়ার পর । পেটভরে সুস্বাদু খাবার খাওয়ার পর মন ভালো থাকে সব প্রাণীরই । তিমিরাও এর বাইরে নয় । সংবাদ মাধ্যম ‘ দ্য কনভারসেশন ‘ সম্প্রতি এক গবেষণার ফলাফল প্রকাশ করেছে । ছয় বছর ধরে প্রশান্ত মহাসাগরের উত্তর পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উপকুলে এই গবেষণা চালানো হয়েছে । তাতে বলা হয়েছে , তিমিদের বাসস্থানের বদল হলে তার আভাস পাওয়া যায় তাদের গানে ।

প্রশান্ত মহাসাগরের উত্তর পূর্বাঞ্চলে তিমিরা তাদের মনোমতো খাবার পায় বিস্তর। সেখান থেকে তারা বংশবিস্তারের উদ্দেশ্যে পাড়ি দেয় দীর্ঘপথ । এই দীর্ঘপথে তারা প্রায় কিছুই খায় না । তাই যাত্রার আগে তারা পেটপুরে খেয়ে নেয় । এই খাবার থেকে পাওয়া শক্তিই বংশবিস্তারে সাহায্য করে । দূরে গিয়ে তারা সন্তানের জন্ম দেয় , লালন পালন করে। আবার তারা গ্রীষ্মে অথবা বসন্তে ফিরে আসে নিজস্ব পুরোনো ঠিকানায় ।

তিমিদের রয়েছে নানা প্রজাতি । গবেষণায় তিন ধরনের তিমিদের গানের তথ্য পাওয়া গেছে । সেগুলো হলো , নীল তিমি , ফিন তিমি এবং হাম্পব্যাক তিমি । ভরা পেটে তিমিদের দল প্রাণখুলে গান গায় , এটা দেখা গেছে গবেষণায় । খাবারের সঙ্কট থাকলে বা তীব্র তাপদাহে তাদের গান স্তিমিত হয়ে থাকে । অর্থাৎ পরিবেশ ও পরিস্থিতির প্রভাব সরাসরি তাদের গানের সঙ্গে জড়িত ।
অ্যাংকোভি মাছ তিমিদের খুব পছন্দ । দেখা গেছে , এই পছন্দের মাছেদের এলাকায় থাকলে খুব গান গায় তারা ।সকল তিমিরই একটি স্বরযন্ত্র থাকে । তবে শুধুমাত্র বেলিন তিমি স্বরযন্ত্রকে কণ্ঠস্বর অঙ্গ হিসেবে ব্যবহার করে । আবার এর বিপরীতে , দাঁতওয়ালা তিমি তাদের নাকের পথ দিয়ে বাতাস প্রবাহিত করে যোগাযোগ স্থাপন করে । সুন্দর গান যেমন গায় তিমিরা , তেমনই ভয়ঙ্কর গানও গায় । পিচের ওঠানামা এবং স্বরগ্রামের পরিবর্তন এদের গানে লক্ষ্য করার মতো বিষয় । বেলিন তিমির গান সময় ও পরিবেশ পরিস্থিতির সঙ্গে পরিবর্তিত হতে থাকে । ডুবে না গিয়ে জলের নিচে গান গাওয়া এই বেলিন তিমিদের বিশেষত্ব ।

১৯৬০-এর দশকে ডুবোজাহাজের গতিবিধি শনাক্ত করার জন্য জলের নিচে মাইক্রোফোন ব্যবহার করে হাম্পব্যাক তিমিদের গান রেকর্ড করা হতো ।

আরও পড়ুন- পূর্ব মেদিনীপুরে ১২টি আসন জয়ের চ্যালেঞ্জ অভিষেকের! দিলেন কড়া বার্তা

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...