Tuesday, November 11, 2025

মুখ্যমন্ত্রীর অক্সফোর্ডে আমন্ত্রণ নিয়ে রাম-বামের কুৎসার জবাবে ধুয়ে দিলেন কুণাল

Date:

Share post:

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লন্ডন সফর নিয়ে বিরোধীদের কুৎসার মোক্ষম জবাব দিল তৃণমূল। রাম-বাম মিলে এই আমন্ত্রণ নিয়ে কুৎসা করছে। একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) অপর দিকে সিপিএমের মুখপত্র গণশক্তি লাগাতার অপপ্রচার চালাচ্ছে। অথচ চিঠি প্রকাশ করে তৃণমূল জানায়, একবছর আগেই এই আমন্ত্রণ জানানো হয়েছিল।

সোমবার সকাল থেকে CPIM একটি আরটিআইয়ের নাম করে সোশ্যাল মিডিয়ায় লাগাতার কুৎসা চালাচ্ছে যে, অক্সফোর্ড নাকি জানিয়েছে এরকম তাদের কোনও সফর নেই। পয়েন্ট ধরে সেই কুৎসার জবাব দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর কথায়, বাংলার মুখ্যমন্ত্রীর এত সম্মানজনক আমন্ত্রণে হিংসায় জ্বলছে বিরোধীরা।

তীব্র কটাক্ষ করে কুণাল (Kunal Ghosh) বলেন, বুঝতে পারছি না, ভারতের আরটিআই আইনের আওতায় ব্রিটেনের অক্সফোর্ড-টা পড়ল ঠিক কবে থেকে? যে বিষয়টি সিপিএম বাজারে ছেড়েছে, যার ভরসায় বাম-রাম তো! তারা একটি মেল-কে ব্যবহার করছে, তাতে নাকি অক্সফোর্ড সফর কেউ জানে না তারা জানিয়ে দিয়েছে। মেলটি ইংরেজি-তে লেখা। প্রাথমিক শিক্ষায় যে-সময় ইংরেজিটা তুলে দেওয়া হয়েছিল তখনকার পড়ুয়ারা এটা পড়ছেন কিনা জানি না। তবে মেলটিতে পরিষ্কার দেখা যাচ্ছে, এলিজাবেথ বডফ্রায়েড বলে যিনি লিখছেন, তথাকথিত এক আরটিআই কর্মীকে যে, অক্সফোর্ডের যে বিভাগগুলি আছে তাদের প্রোগামের সেন্ট্রাল লগ ওঁরা মেনটেইন করেন না। তাই তাঁরা এই বিষয়টি বলতে পারছেন না। তার মানে কি এটা দাঁড়ায় যে তাঁদের কোনও সমিতি, কোনও বিশ্ববিদ্যালয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করেনি? ফলে সিপিএম এবং বিজেপি একটি বিকৃত প্রচারের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের পদক্ষেপ কলুষিত করার চেষ্টা করছে। এবং তারা যেহেতু বাংলার ভাল দেখতে পারে না তাই যতরকমের চতুর্থ শ্রেণির কুৎসা অপপ্রচার করা যায় করছেন। সকলকে অনুরোধ করব ওঁরা যে মেলটা করেছেন দয়া করে সেটাই পড়ে দেখুন। সেখানে পরিষ্কার লেখা আছে।

বাংলার ভাবমূর্তি, উন্নতি মুখ্যমন্ত্রী অক্সফোর্ডে তুলে ধরবেন-এটা বিরোধীদের সহ্য হচ্ছে না বলেই এই কুৎসা বলে মত তৃণমূলের। দলের তরফ থেকে চিঠি প্রকাশ করেও দেখানো হয়, একবছর আগে এই আমন্ত্রণ ছিল। কিন্তু গতবছর জুন মাসে লোকসভা পরবর্তী সময় যেতে পারেননি মমতা। তার পর থেকে তাঁর সময় নিয়েই আলোচনা চলছিল। শেষ পর্যন্ত এই মাসেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণে সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

spot_img

Related articles

স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব, রাজ্যে ১৪ বছরে ৭০ হাজার কোটি টাকার বিনিয়োগ : মুখ্যমন্ত্রী 

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় গত ১৪ বছরে আমূল পরিবর্তন এসেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যভবন থেকে এক...

দিল্লি বিস্ফোরণ থেকে সতর্ক লালবাজার, ইডেনে বর্জ্র-আটুঁনি

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের(IND vs SA Test) আগে ইডেন পরিদর্শনে নগরপাল মনোজ বর্মা(Manoj Varma)। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর সতর্ক...

Kiff: মঙ্গল-সন্ধ্যায় সিনে আড্ডায় হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী, শোনালেন ‘দুষ্টুমির গল্প’

সিনে প্রেমীদের এখন তীর্থক্ষেত্র নন্দন-রবীন্দ্রসদন চত্বর। সেখানে চলছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kiff)। মঙ্গলবার, সন্ধেয় আচমকাই নন্দন...

ইডেনে পুরানো বন্ধুর সঙ্গে দেখা গিলের, হাসি-মজায় মাতলেন দুই পঞ্জাব পুত্র

ইডেনের ক্লাব হাউসে হঠাত দেখা দুই পঞ্জাব পুত্রের। ক্রিকেটের নন্দন কাননে দুই বন্ধুর রিইউনিয়ন। বর্তমানে ভারতীয় ক্রিকেটের পোস্টার...