Friday, November 7, 2025

গুজরাটে বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার ৯৫ কেজি সোনা, ৯০ কোটি টাকা!

Date:

Share post:

ফের খবরের শিরোনামে মোদির  গুজরাট। মোদির নিজের রাজ্যেই টাকার পাহাড়। সেখানে একটি বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে ৯৫ কেজি সোনা ও নগদ ৯০ কোটি টাকা! টাকা গোনার জন্য ও সোনা ওজনের আনা হয়েছে যন্ত্র।গোপন সূত্রে গোয়েন্দা পুলিশের কাছে খবর আসে, পালদি এলাকার একটি ফ্ল্যাটে প্রচুর সোনা এবং নগদ টাকা রয়েছে। সেই খবর পাওয়ার পরই পুলিশের সন্ত্রাস দমন শাখা (এটিএস) এবং ডায়রেক্টরেট এব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) ওই ফ্ল্যাটে হানা দেয়। ডবল ইঞ্জিন গুজরাটের নয়া কুকীর্তি। সোমবার সন্ধ্যায় অহমদাবাদের পালদি এলাকায় তল্লাশি অভিযানে যান এটিএস এবং ডিআরআই-এর কর্মকর্তারা। দীর্ঘ দিন ধরে বন্ধ থাকা একটি ফ্ল্যাটে তল্লাশি চালান তারা। ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢুকে তল্লাশি চালানোর সময় স্তম্ভিত হয়ে যান তারা।

সেই ফ্ল্যাট ভেঙে ভিতরে ঢুকতেই ৯৫ কেজি সোনার বিস্কটু এবং নগদ ৯০ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ জানায়।প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, ওই ফ্ল্যাটের মালিক মেঘ এবং তার বাবা মহেন্দ্র শাহ। তারা দু’জনই পলাতক। তদন্তকারী এক কর্মকর্তা জানিয়েছেন, ফ্ল্যাটের ভিতরে একটি বাক্সে ৯০-১০০টি সোনার বিস্কুট থরে থরে সাজানো ছিল। ফ্ল্যাটে থাকা একটি আলমারি থেকে টাকার বান্ডিলও উদ্ধার হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে, ওই টাকার পরিমাণ ৯০ কোটি টাকা। তবে পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত কারোকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এটিএসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ (এসিপি) এসএল চৌধুরি বলেন, ৯৫ কেজির বেশি সোনার বিস্কুট, গয়না এবং নগদ ৯০ কোটি টাকা উদ্ধার হয়েছে।এসিপি আরও জানিয়েছেন, মনে করা হচ্ছে, অভিযুক্তেরা বড়সড় কোনও পাচারচক্রের সঙ্গে জড়িত। তবে দু’জনই পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে। ডিআরআই-এর এক আধিকারিক জানিয়েছেন, টাকা গোনা এবং সোনা ওজনের যন্ত্র আনা হয়েছে।

 

 

spot_img

Related articles

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...

দুর্নীতির অভিযোগ তোলা চিকিৎসকই দুর্নীতিতে অভিযুক্ত! সাসপেন্ড আখতার আলি

আরজিকরের চিকিৎসক তরণীর ধর্ষণ খুনের ঘটনার মধ্যেই আর্থিক দুর্নীতি ঘিরে শোরগোল শুরু হয় আর জি কর হাসপাতালে। গ্রেফতার...

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...