Friday, May 9, 2025

ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল! খাস কলকাতায় ‘ঘুষ দিয়ে পদ পাওয়া’ নিয়ে পোস্টার

Date:

Share post:

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই প্রকাশ্যে আসছে বিজেপির (BJP) গোষ্ঠীকোন্দল। হুগলি, বসিরহাট, বাঁকুড়ার পরে এবার পোস্টার খাস দক্ষিণ কলকাতায়। জেলা সভাপতির বিরুদ্ধেই টাকা ও মূল্যবান সামগ্রীর বদলে পদ পাইয়ে দেওয়ার অভিযোগ তুলে পোস্টার (Poster) দিয়েছে পদ্মশিবিরেরই একাংশ।

মঙ্গলবার সকালে ঢাকুরিয়া-সহ একাধিক জায়গায় দক্ষিণ কলকাতার জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য এবং জেলার জেনারেল সেক্রেটারি জিতেন্দ্র সিং এর ছবি দিয়ে অজস্র পোস্টার নজরে পড়ে। সেই পোস্টার সাঁটা রয়েছে ঢাকুরিয়ায় বিজেপির দক্ষিণ কলকাতা জেলা নির্বাচনী কার্যালয়-সহ একাধিক জায়গায়।

কী লেখা রয়েছে সেই পোস্টারে?
“টাকা, গাড়ি, মোবাইল দিন, দক্ষিণ কলকাতায় পদ নিন!
যোগাযোগ করুন, জেলা সভাপতি এবং জেলা সাধারণ সম্পাদকের সঙ্গে!“
পোস্টারের তলায় লেখা “সৌজন্যে দক্ষিণ কলকাতা বিজেপি কর্মীবৃন্দ!“

এ নিয়ে সকাল থেকেই আলোচনা রাজনৈতিক মহলে। বিজেপির (BJP) গোষ্ঠী কোন্দল নতুন ঘটনা নয়। বঙ্গ বিজেপি শীর্ষ নেতৃত্ব শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষদের আলাদা লবি। তাঁদের অনুগামীদের মধ্যে প্রায়ই দ্বন্দব লেগেছে থাকে। এর পাশাপাশি আছে, মণ্ডল সভাপতি, জেলা সভাপতি, বিধায়ক, সাংসদদের মধ্যে কোন্দল। সব মিলেয়ে বঙ্গে পদ্মবনে ঝড় ওঠে প্রায়ই। আর তাতেই নয়া সংযোজন এই পোস্টার-কাণ্ডে।

গত নির্বাচনের আগেই বিজেপিতে কামিনী-কাঞ্চনের অভিযোগ তুলেছিলেন খোদ বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায় (Tathagata Ray)। সেই সময় বেশ কয়েকজন গেরুয়া শিবিরের নেতা তাঁকে সমর্থনও জানান। ফের সেই কাঞ্চনমূল্যে পদ পাওয়ার অভিযোগ উঠল।
আরও খবরনিয়োগ মামলায় রাজসাক্ষী: গোপন জবানবন্দিতে কী বললেন পার্থর জামাই কল্যাণময়

দোলের দিন বিজেপির তরফে রাজ্যের ২৫টি সাংগঠনিক জেলার সভাপতিদের নাম ঘোষণা করেছে। আর সেটা হতে ১৮টি সাংগঠনিক জেলার সভাপতির নামে আপত্তি উঠেছে। অভিযোগ, টাকার বিনিময়ে পদ বিলি করা হয়েছে। এর আগে এই অভিযোগে জেলায় জেলায় পোস্টারও পড়েছিল। এবার খাস কলকাতায় টাকার বিনিময়ে পদ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল। গেরুয়া শিবিরের অন্তর্কলহ ছাপা হয়ে গেল দেওয়ালে।

spot_img

Related articles

সেনার প্রত্যাঘাতে সিপিএমের উপহাস! সবক শেখাল তৃণমূল

পহেলগাঁওয়ের বদলায় পাকিস্তানের জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে প্রত্যাঘাত করেছিল ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর সেই সাফল্য নিয়ে উপহাস করে সিপিএম। তারই পাল্টা...

রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের উস্কানি! এসটিএফ-এর জালে ২ যুবক

পেহেলগাম জঙ্গি হামলার জেরে গোটা দেশে ব্যাপক সতর্কতা জারি। রাজ্যেরও বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী...

অপারেশন ‘সিন্দুর’- এর সেনাদের সম্মান জানাতে কর্ণাটকে মসজিদ-মন্দিরে একযোগে প্রার্থনা

পেহেলগাম হামলার পাল্টা জবাবে ভারতের চালানো 'অপারেশন সিন্দুর' সারা দেশ জুড়ে ব্যাপক সমর্থন পেয়েছে। ভারতীয় সেনাদের সাহসিকতায় দেশবাসীর...

মার্কিন সাংবাদিক ড্যানিয়েল হত্যার প্রতিশোধ ভারতই নিয়েছে: ব্যাখ্যা বিক্রমের

পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদের (JeM) হাতে নৃশংসভাবে খুন হন মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্ল। ২০০২ সালের সেই ঘটনায়...