Monday, January 12, 2026

পশ্চিমবঙ্গ সঙ্গীত একাডেমির ৪৪তম প্রতিষ্ঠা দিবস উদযাপন, পুরস্কৃত হলেন সেরা প্রতিযোগীরা

Date:

Share post:

প্রতি বছরই পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমি একাডেমি প্রাঙ্গণে প্রতিষ্ঠা দিবস উদযাপন করে এবং এই বছরও তার ব্যতিক্রম ছিল না। এই বিশেষ দিনে সঙ্গীত একাডেমির ৪৪তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো সানন্দে। পশ্চিমবঙ্গ সঙ্গীত একাডেমি এবং পশ্চিমবঙ্গ নৃত্য একাডেমি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজ্যজুড়ে বিভিন্ন জায়গা থেকে আসা প্রতিযোগীরা তাঁদের সৃজনশীলতা ও দক্ষতার স্বীকৃতি পেলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তন্ময় বোস (আকাদেমির চেয়ারম্যান), প্রধান উপদেষ্টা পণ্ডিত দেবজ্যোতি বোস, পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, সৈকত মিত্র। এ বছর সংগীতের ১৩টি এবং নৃত্যের ৭টি বিষয়ে প্রায় দেড় হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৫৯ জনকে শংসাপত্র প্রদান করা হয় এবং বিশেষ কৃতিত্ব অর্জনকারী ৫৫ জনকে সম্মানিত করা হয়।

এদিনের অনুষ্ঠানে তন্ময় বোস বলেছেন, “যাঁরা পুরস্কার পেয়েছেন তাঁদের শুভেচ্ছা, আর যাঁরা এবার পুরস্কৃত হলেন না, তাদের জন্য হতাশ হওয়ার কিছু নেই। আগামী বছর আরও ভালো প্রস্তুতি নিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন এবং পুরস্কৃত হন।” পণ্ডিত দেবজ্যোতি বোস আরও বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা ছিল, সারা বাংলার যুব শিল্পীদের খুঁজে বের করে তাঁদের জন্য সুযোগ তৈরি করা এবং তাঁদের উৎসাহিত করা যাতে তারা গান, নৃত্য বা বাদ্যযন্ত্রের মাধ্যমে নিজের পরিচিতি তৈরি করতে পারেন। পশ্চিমবঙ্গ সঙ্গীত একাডেমি এবং পশ্চিমবঙ্গ নৃত্য একাডেমি যে কাজ করছে তা প্রশংসনীয়।” অনুষ্ঠানে উপস্থিত শিল্পীরা তাঁদের বক্তব্যের মাধ্যমে আরও অনেক প্রতিযোগীকে উৎসাহিত করেছেন এবং আগামীতে এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে আরও তরুণ শিল্পীদের গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেছেন।

আরও পড়ুন- কেন্দ্রের বঞ্চনার পরেও চাপবে না অতিরিক্ত করের বোঝা! বিধানসভায় স্পষ্ট জানালেন অর্থমন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...

প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের ‘সঙ্গী’কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM)...

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...