Thursday, August 21, 2025

অর্থনীতি ডুবছে, আড়াই বছরে মোদির ৩৮ বিদেশ যাত্রায় খরচ ২৫৮ কোটি!

Date:

Share post:

দেশের অর্থনীতি ডুবছে, আর জনসাধারণের করের টাকা খরচ করে প্রধানমন্ত্রী বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। বিগত আড়াই বছরে নয় নয় করে ৩৮টি বিদেশ সফরে গিয়েছেন নরেন্দ্র মোদি। আর এই সফরগুলিতে খরচ হয়েছে ২৫৮ কোটি টাকা। না, এটা নিছক বিরোধীদের অভিযোগ নয়, কেন্দ্রের সরকারই বৃহস্পতিবার রাজ্যসভায় এই রিপোর্ট পেশ করেছে। বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা রিপোর্ট পেশ করে জানান, ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ৩৮টি বিদেশ সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তাতে খরচ হয়েছে ২৫৮ কোটি টাকা। রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ খরচের হিসেব দিয়ে তিনি জানান, একটি একক সফরে সবচেয়ে বেশি খরচ হয়েছে ২০২৩ সালের জুনে। সেবার প্রধানমন্ত্রী গিয়েছিলেন মার্কিন সফরে। ওই একটি সফরেই মোট খরচ হয় ২২ কোটি টাকার বেশি। এরপর ২০২৩ সালের মে মাসে জাপান সফরে খরচ হয়েছিল ১৭ কোটি টাকার মতো। ২০২৪ সালের সেপ্টেম্বরের আমেরিকা সফরে খরচ ১৫ কোটির কিছু বেশি।

এছাড়াও এই সময়কালে মোদি গিয়েছেন জার্মানি, কুয়েত, ডেনমার্ক, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরশাহি. উজবেকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, গ্রিস, পোল্যান্ড, রাশিয়া, নেপাল-সহ বহু দেশেই। এদিন প্রধানমন্ত্রীর প্রতিটি বিদেশ সফরে সামগ্রিক খরচের বিস্তারিত বিবরণ জানতে চান রাজ্যসভার বিরোধী দলনেতা। তার ভিত্তিতেই তথ্য পেশ করা হয় বিদেশমন্ত্রকের তরফে।

গত ফেব্রুয়ারিতে ফের আমেরিকা সফরে গিয়েছিলেন মোদি। ডোনাল্ড ট্রাম্প মার্কিন মসনদে প্রত্যাবর্তনের পর প্রধানমন্ত্রীর প্রথম সফর ছিল এটি।

আরও পড়ুন- রাষ্ট্রপতির চা চক্রেও অপরাজিতা বিল দ্রুত অনুমোদনের আবেদন বাংলার সাংসদের

spot_img

Related articles

বিবেকানন্দের শিকাগো বক্তৃতার স্মরণে ফুটবল প্রতিযোগিতার ঘোষণা ক্রীড়ামন্ত্রীর

১৮৯৩ সাল, শিকাগোর ধর্মসভায় সকলকে অবাক করে দিয়েছিলেন তিনি। সেই স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) বক্তৃতায় বিদ্যুতের গতির মতো ছড়িয়ে...

অভিজিৎ সরকার হত্যা মামলা: জামিন পরেশ পালসহ ২ কাউন্সিলরের

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণই নেই। বিজেপির তরফ থেকে বারবার তৃণমূল বিধায়ককে কলঙ্কিত করার চেষ্টা করা হলেও আদতে...

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...

বিজেপিশাসিত রাজ্যে বাঙালি আক্রমণের প্রতিবাদ! নিশীথের কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ দিনহাটায়

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ। বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা। প্রতিবাদে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith...