Friday, August 22, 2025

শনির সন্ধ্যায় দুবাই হয়ে লন্ডন রওনা মুখ্যমন্ত্রীর: সূত্র

Date:

Share post:

স্বাভাবিক হয়েছে হিথরো বিমানবন্দরে (Heathrow air service) পরিষেবা। এয়ারলাইন্সের তরফে অনুমোদন পাওয়ার পরই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লন্ডন যাত্রার নতুন বিমানসূচি নির্ধারিত হয়েছে। অসমর্থিত সূত্রের খবর জানা যাচ্ছে শনিবার রাত আটটা কুড়ি মিনিটের এমিরেটস ফ্লাইটে দুবাইয়ের (CCU- DXB)উদ্দেশে রওনা দেবেন রাজ্যের প্রশাসনিক প্রধান।প্রাথমিকভাবে জানা গিয়েছিল হিথরো বিমানবন্দরের পরিবর্তে গ্যাটউইক বিমানবন্দরে (Gatwick Airport) অবতরণ করতে পারে মুখ্যমন্ত্রীর বিমান। তবে শনিবার সকালের খবর অনুযায়ী, রবিবার সকালে (লন্ডনের স্থানীয় সময় অনুযায়ী) হিথরোতেই নামবে মমতার উড়ান।

আগামী সোমবার থেকে ব্রিটেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঠাসা কর্মসূচি রয়েছে। সেইমতো ঠিক ছিল শনিবার সকালে ফ্লাইট ধরবেন মুখ্যমন্ত্রী। কিন্তু শুক্রবার পশ্চিম লন্ডনের বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিসংযোগের জেরে সারা দিনের জন্য বিমান ওঠানামা বন্ধ থাকে হিথরোয়। বাতিল করা হয় অন্তত ১,৩৫১টি বিমান। এরপর রাতের দিকে খবর আসে ১৮ ঘণ্টা পর হিথরো বিমানবন্দরে (Heathrow air service) পরিষেবা স্বাভাবিক হয়েছে। শুক্রবার সন্ধের পর সেখানে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমান অবতরণও করে। এরপর শুক্রবার সন্ধ্যায় জানা যায় আপৎকালীন ব‍্যবস্থা হিসেবে এমিরেটসের ফ্লাইটে গ‍্যাটউইক বিমানবন্দরে (London Gatwick Airport) নামবেন মুখ্যমন্ত্রী। আজ সকালে জানা গেছে এখনও পর্যন্ত যা সূচি নির্ধারিত হয়েছে তাতে ২২ মার্চ রাত আটটার পরে কলকাতা থেকে রওনা দেবেন মমতা।আগামী ২৪ মার্চ ( সোমবার) ভারতীয় হাই কমিশনে অনুষ্ঠানে যোগ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী। মঙ্গলবার শিল্প সম্মেলন, বুধবার সরকারি স্তরে বাণিজ্য বৈঠক, বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ভাষণের পর আগামী শুক্রবার তিনি কলকাতায় ফিরবেন বলে নবান্ন সূত্রে খবর মিলেছে।

 

spot_img

Related articles

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...