Sunday, May 4, 2025

মাত্র চার আঙুল জমি নিয়ে বিবাদ, দাদাকে পিটিয়ে মারল ভাই!

Date:

Share post:

জমি নিয়ে বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন হতে হল দাদাকে।শুনলে চমকে উঠবেন। মাত্র চার আঙুল জমি নিয়ে বিবাদে এই খুন।বিষয়টি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ চলছিল বেশ কিছুদিন ধরে। মাত্র চার আঙুল জমি ভাগে বেশি চলে যাওয়ায়, জ্যাঠতুতো দাদার বিরুদ্ধে অভিযোগ করছিল ভাই।বিবাদ চরমে ওঠায় দাদাকে পিটিয়ে মারল খুড়ততো ভাই। উত্তর ২৪ পরগনার মাটিয়া থানার কচুয়া গ্রাম পঞ্চায়েতের কুরুলিয়া গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।মৃত ব্যক্তির নাম হারাধন মণ্ডল(৩০)। তদন্তে শুরু করে পুলিশ। মূল অভিযুক্ত পার্থ মণ্ডল ও তার স্ত্রীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই ভাইয়ের বাড়ি একদম পাশাপাশি। ভাগাভাগি হওয়ার পর, ওই দুই বাড়ি তৈরি হয়েছিল।কিন্তু অভিযোগ, হারাধন মণ্ডল চার আঙুল জমি বেশি নিয়েছেন। বিষয়টি নিয়ে প্রায় বছর খানেক ধরে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল। বিভিন্ন সময় ঝগড়ায় জড়িয়েছেন দুই পরিবারের সদস্যরা। অনেক সময় প্রতিবেশীরা সেই বিবাদ থামিয়েছেন।এই পরিস্থিতিতে শুক্রবার ফের দুই পরিবারের মধ্যে ঝগড়া বাধে।

রাতে হারাধন মণ্ডল ও পার্থ মণ্ডলের পরিবারের মধ্যে আলোচনা শুরু হয়। কিছু সময়ের মধ্যেই দুই ভাই ফের বিবাদে জড়িয়ে পড়েন। সেই সময় হারাধনকে বাঁশ দিয়ে বেধড়ক পেটাতে শুরু করেন খুড়তুতো ভাই পার্থ। তাকে বাঁচাতে গিয়ে এগিয়ে আসেন হারাধনের বাবা ও স্ত্রী।তারাও জখম হন। রক্তাক্ত হারাধনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, গুরুতর জখম অবস্থায় মৃতের বাবা ও স্ত্রী বারাসত জেলা হাসপাতালে ভর্তি। তদন্তে নেমে পুলিশ রাতেই পার্থ মণ্ডল ও তার স্ত্রীকে গ্রেফতার করে। শনিবার তাদের দুজনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ।

রাতে হারাধন মণ্ডল ও পার্থ মণ্ডলের পরিবারের মধ্যে আলোচনা শুরু হয়। কিছু সময়ের মধ্যেই দুই ভাই ফের বিবাদে জড়িয়ে পড়েন। সেই সময় হারাধনকে বাঁশ দিয়ে বেধড়ক পেটাতে শুরু করেন খুড়তুতো ভাই পার্থ। তাকে বাঁচাতে গিয়ে এগিয়ে আসেন হারাধনের বাবা ও স্ত্রী।তারাও জখম হন। রক্তাক্ত হারাধনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, গুরুতর জখম অবস্থায় মৃতের বাবা ও স্ত্রী বারাসত জেলা হাসপাতালে ভর্তি। তদন্তে নেমে পুলিশ রাতেই পার্থ মণ্ডল ও তার স্ত্রীকে গ্রেফতার করে। শনিবার তাদের দুজনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ।

 

spot_img
spot_img

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...