Sunday, August 24, 2025

মাত্র চার আঙুল জমি নিয়ে বিবাদ, দাদাকে পিটিয়ে মারল ভাই!

Date:

Share post:

জমি নিয়ে বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন হতে হল দাদাকে।শুনলে চমকে উঠবেন। মাত্র চার আঙুল জমি নিয়ে বিবাদে এই খুন।বিষয়টি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ চলছিল বেশ কিছুদিন ধরে। মাত্র চার আঙুল জমি ভাগে বেশি চলে যাওয়ায়, জ্যাঠতুতো দাদার বিরুদ্ধে অভিযোগ করছিল ভাই।বিবাদ চরমে ওঠায় দাদাকে পিটিয়ে মারল খুড়ততো ভাই। উত্তর ২৪ পরগনার মাটিয়া থানার কচুয়া গ্রাম পঞ্চায়েতের কুরুলিয়া গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।মৃত ব্যক্তির নাম হারাধন মণ্ডল(৩০)। তদন্তে শুরু করে পুলিশ। মূল অভিযুক্ত পার্থ মণ্ডল ও তার স্ত্রীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই ভাইয়ের বাড়ি একদম পাশাপাশি। ভাগাভাগি হওয়ার পর, ওই দুই বাড়ি তৈরি হয়েছিল।কিন্তু অভিযোগ, হারাধন মণ্ডল চার আঙুল জমি বেশি নিয়েছেন। বিষয়টি নিয়ে প্রায় বছর খানেক ধরে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল। বিভিন্ন সময় ঝগড়ায় জড়িয়েছেন দুই পরিবারের সদস্যরা। অনেক সময় প্রতিবেশীরা সেই বিবাদ থামিয়েছেন।এই পরিস্থিতিতে শুক্রবার ফের দুই পরিবারের মধ্যে ঝগড়া বাধে।

রাতে হারাধন মণ্ডল ও পার্থ মণ্ডলের পরিবারের মধ্যে আলোচনা শুরু হয়। কিছু সময়ের মধ্যেই দুই ভাই ফের বিবাদে জড়িয়ে পড়েন। সেই সময় হারাধনকে বাঁশ দিয়ে বেধড়ক পেটাতে শুরু করেন খুড়তুতো ভাই পার্থ। তাকে বাঁচাতে গিয়ে এগিয়ে আসেন হারাধনের বাবা ও স্ত্রী।তারাও জখম হন। রক্তাক্ত হারাধনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, গুরুতর জখম অবস্থায় মৃতের বাবা ও স্ত্রী বারাসত জেলা হাসপাতালে ভর্তি। তদন্তে নেমে পুলিশ রাতেই পার্থ মণ্ডল ও তার স্ত্রীকে গ্রেফতার করে। শনিবার তাদের দুজনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ।

রাতে হারাধন মণ্ডল ও পার্থ মণ্ডলের পরিবারের মধ্যে আলোচনা শুরু হয়। কিছু সময়ের মধ্যেই দুই ভাই ফের বিবাদে জড়িয়ে পড়েন। সেই সময় হারাধনকে বাঁশ দিয়ে বেধড়ক পেটাতে শুরু করেন খুড়তুতো ভাই পার্থ। তাকে বাঁচাতে গিয়ে এগিয়ে আসেন হারাধনের বাবা ও স্ত্রী।তারাও জখম হন। রক্তাক্ত হারাধনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, গুরুতর জখম অবস্থায় মৃতের বাবা ও স্ত্রী বারাসত জেলা হাসপাতালে ভর্তি। তদন্তে নেমে পুলিশ রাতেই পার্থ মণ্ডল ও তার স্ত্রীকে গ্রেফতার করে। শনিবার তাদের দুজনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ।

 

spot_img

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...