Thursday, August 28, 2025

একমাত্র সিপিএম কাউন্সিলর সন্ধ্যারানি মণ্ডলের তৃণমূলে যোগদান, বিরোধীশূন্য উত্তর দমদম পুরসভা

Date:

Share post:

এমনিতেই রাজ্যে সিপিএম টিমটিম করে জ্বলছে।একাধিক নেতানেত্রী ইতিমধ্যেই দলবদল করেছে। এবার উত্তর দমদম পুরসভা (North Dum Dum Municipality) থেকে বড় ধাক্কা খেল লাল শিবির। এই পুরসভার একটি মাত্র ওয়ার্ড দখলে ছিল সিপিএমের। এবার সেটাও গেল শাসক দলের পক্ষে। উত্তর দমদম পুরসভার(DUMDU8M MUNICIPALITY) একমাত্র সিপিএম কাউন্সিলর সন্ধ্যারানি মণ্ডল যোগ দিলেন তৃণমূলে। যার নিট ফল, বিরোধীশূন্য হয়ে গেল উত্তর দমদম পুরসভা। দলবদল করার কারণ হিসেবে সিপিএমের শীর্ষ নেতৃত্বের ওপরেই দায় চাপালেন তিনি।

সন্ধ্যারানির অভিযোগ, তাকে সিপিএমের তরফে পুরভোটে দাঁড় করিয়ে জনপ্রতিনিধি করা হয়েছে। কিন্তু কাজ করতে গিয়ে দলের তরফেই নানা বাধা আসছিল। তাই দল ছেড়ে তিনি শাসক শিবিরে যোগ দিলেন। এখন দলনেত্রীর সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে জনতার কাজ করতে পারবেন বলে আশাবাদী সন্ধ্যারানি।

রবিবার রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্যের উপস্থিতিতে তৃণমূলের দলীয় কার্যালয়ে ঘাসফুলের পতাকা তুলে নেন সন্ধ্যারানি।এদিন সাংবাদিকদের বলেন, দলে থেকে কাজ করতে অসুবিধা হচ্ছিল। এলাকাবাসীদের জন্য জনকল্যাণমূলক কাজ করতে গিয়ে দলেরই নেতাদের থেকে ক্রমাগত বাধা পাচ্ছিলাম। কারণ, কয়েকজন ‘ছড়ি ঘোরানো’ নেতা আমাকে বাধা দিচ্ছিলেন। সেই কারণেই তৃণমূলে যোগ দিলাম।

প্রসঙ্গত, ২০২২ সালের পুরভোটে উত্তর দমদম পুরসভার ৩৪ টি ওয়ার্ডের মধ্যে ৩৩ টি ওয়ার্ডই তৃণমূল দখল করে। একমাত্র ১৫ নং ওয়ার্ডে জয়ী হয় সিপিএম(CPM)। জয়ী হন সন্ধ্যারানি মণ্ডল। দীর্ঘ তিন বছর সেই ওয়ার্ডের কাউন্সিলর সিপিএমে থেকেই কাজ করেছিলেন। কিন্তু তাতে দলের ‘সিনিয়রদের ছড়ি ঘোরানো’র মানসিকতা বাধা হয়ে দাঁড়াচ্ছিল বলে তাঁর অভিযোগ। তাতে বিরক্ত হয়ে সন্ধ্যারানি রবিবার তৃণমূলে যোগ দিলেন।

আগামী বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে আবারও বাংলায় শুরু হয়েছে দলবদলের রাজনীতি। কয়েকদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন হলদিয়ার(HALDIA) বিধায়ক তাপসী মণ্ডল। এবার উত্তর দমদমে সিপিএম ছেড়ে যোগ দিলেন সন্ধ্যারানি মণ্ডল।

রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, উনি আমাদের দলে যোগ দেওয়ার জন্য আবেদন করেছিলেন। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। তার অনুমতি নিয়ে সিপিএমের কাউন্সিলরকে আমাদের দলে যোগদান করানো হল। এখন উত্তর দমদম পুরসভা বিরোধীশূন্য হয়ে গেল।মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নানা সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দিতেই দলবদলের সিদ্ধান্ত।

spot_img

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...