রাজস্থানের বিরুদ্ধে দাপুটে জয় হায়দরাবাদের

জয় দিয়ে আইপিএল-এর অভিযান শুরু করল সানরাইজার্স হায়দরাবাদ । এদিন রাজস্থান রয়্যালসকে হারাল ৪৪ রানে। হায়দরাবাদের হয়ে ব্যাট দাপট দেখান ঈশান কিষাণ । ১০৬ রানে অপরাজিত তিনি।

ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে ২৮৬ রান করে হায়দরাবাদ। শুরুটা ভালো করে হায়দরাবাদ । ৬৭ রান করেন হেড । ১০৬ রানে অপরাজিত তিনি। ৩০ রান করেন নীতীশ রেড্ডি । রাজস্থানের হয়ে ৩ উইকেট তুষার দেশপান্ডে । ২ উইকেট নেন থিকসেনা । ১ উইকেট নেন সন্দীপ শর্মা ।

জবাবে ব্যাট করতে ২৪২ রানে শেষ হয়ে জয় রাজস্থানের ইনিংস। রাজস্থানের ব্যাট হেট দাপট দেখান দ্রুভ জুরেল । ৬৬ রান সঞ্জু স্যামসন । হায়দরাবাদের হয়ে দুটি করে উইকেট সিমার্জিত সিং, হর্ষেল প্যাটেল । ১ টি করে উইকেট শামি, অ্যাডাম জাম্পা।

আরও পড়ুন- সত্যি কি কেকেআর-লখনউ ম্যাচ সরে যাচ্ছে? মুখ খুললেন মহারাজ