জয় দিয়ে আইপিএল-এর অভিযান শুরু করল চেন্নাই সুপার কিংস। এদিন প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল ৪ উইকেটে। চেন্নাইয়ের হয়ে ব্যাট হাতে দাপট রাচিন রবীন্দ্রর। ৬৫ রানে অপরাজিত তিনি। ৫৩ রান করেন অদিনায়ক ঋতুরাজ গায়কোওয়াড। বল হাতে দাপট নূর আহমেদের। এদিকে লজ্জার নজির গড়েন মুম্বই ব্যাটার রোহিত শর্মা।

ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান করে মুম্বই। মুম্বইয়ের হয়ে ব্যাট হাতে ব্যর্থ সূর্যকুমার যাদব, রোহিত শর্মারা। শূন্যরানে আউট হন রোহিত । আর শূন্যরানে আউট হতেই লজ্জার নজির গড়েন তিনি। শূন্যরানে আউট হতেই এই নিয়ে আইপিএলে ১৮ বার শূন্য রানে আউট হলেন রোহিত, যা যুগ্ম-সর্বোচ্চ। গ্লেন ম্যাক্সওয়েল এবং দীনেশ কার্তিকের এই নজির রয়েছে। এদিকে ২৯ রানে আউট হন সূর্যকুমার যাদব। সূর্যকে দুরন্ত আউট করেন ধোনি। স্টাম্প আউট করেন মাহি। মুম্বই ইনিংসের ১১ তম ওভারে বল করছিলেন নূর আহমেদ। তিন নম্বর বলটি ব্যাটে লাগাতে পারেননি সূর্য। ক্রিজ থেকে বেরিয়ে যায় তাঁর পা। সূর্য ক্রিজে ঢোকার আগে চোখের নিমেষে স্টাম্প আউট করে দেন ধোনি। এদিকে ১১ রান করেন উইল জ্যাক। ৩১ রান করেন তিলক ভার্মা। চেন্নাইয়ের হয়ে ৪ উইকেট নেন নূর আহমেদ। ৩ উইকেট নেন খলিল আহমেদ। একটি করে উইকেট নেন নাথান ইলিস এবং অশ্বিন।

জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নেয় চেন্নাই। সৌজন্যে রাচিন রবীন্দ্র এবং ঋতুরাজ গায়কোয়াড। ৬৫ রানে অপরাজিত তিনি। ৫৩ রান করেন সিএসকে অধিনায়ক। ৯ রান করেন শিবম দুবে। মুম্বইয়ের হয়ে তিন উইকেট নেন ভিগনেশ। একটি করে উইকেট নেন দীপক চাহার এবং উইল জ্যাক। এদিন অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে ছাড়াই ম্যাচে নামে মুম্বই। দলকে নেতৃত্ব দেন সূর্য।

আরও পড়ুন- হকি ডার্বিতেও দাপট সবুজ-মেরুনের, কলকাতা লিগ ফাইনালে ইস্টবেঙ্গলকে হারাল ৩-১ গোলে


–


–

–

–

–
–

–

–