Wednesday, December 3, 2025

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে  স্থায়ী উপাচার্য-রেজিস্ট্রারের দাবিতে তৃণমূলপন্থীদের বিক্ষোভ

Date:

Share post:

সোমবার সকাল থেকেই উত্তাল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বি টি রোড ক্যাম্পাস। যার জেরে এদিন রবীন্দ্রভারতীতে এলেন না অস্থায়ী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায় এবং অন্তর্বর্তী রেজিস্ট্রার আশিস সামন্ত। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়কে তার পদ ছাড়তে হবে। অপসারিত করতে হবে অস্থায়ী রেজিস্ট্রারকেও।

সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির রাজ্য কমিটি, ওয়েবকুপা, তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে সম্মিলিতভাবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে অবস্থান বিক্ষোভ চলছে। তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের অভিযোগ, অবৈধভাবে ইসি মিটিং করছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য। রাজ্য সরকারের অনুমতি ছাড়া ইসি মিটিং করছেন তারা।

স্থায়ী উপাচার্য এবং স্থায়ী রেজিস্ট্রারের দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। তাদের অভিযোগ, ক্যাম্পাসের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না তাদের। অন্তর্বর্তীকালীন উপাচার্য বিশ্ববিদ্যালয় এলে তাকে ঢুকতে দেবেন না আন্দোলনকারীরা। শুধু তাই নয় যতক্ষণ না তাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ চলবে তাদের এই আন্দোলন, এমনই জানিয়েছেন তারা।

তাদের বক্তব্য, বর্তমানে যিনি অস্থায়ীভাবে উপাচার্যের ‘গদি আঁকড়ে’ বসে রয়েছেন, তিনি কোনও নিয়ম নীতি মানছেন না। তার এত দিন ওই পদে বসে থাকার কথাই নয়। তাই তাকে সরিয়ে, নিময় মেনে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে। একইসঙ্গে, অস্থায়ী উপাচার্যের ‘আস্থাভাজন’ অন্তর্বর্তী রেজিস্ট্রারকে নিয়েও ক্ষোভ উগড়ে দেন বিক্ষোভকারীরা।

রবীন্দ্রভারতীর তৃণমূল ছাত্র পরিষদ নেতা বিশাল দাসের অভিযোগ, উপাচার্য হওয়ার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) যে মানদণ্ড বেঁধে দিয়েছে, অস্থায়ী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায় তা পূরণ করতে পারেননি। তিনি প্রাক্তন বিচারপতি। অন্তর্বর্তীকালীন মেয়াদে ছ’মাসের বেশি তার পদে থাকার কথা নয়। কিন্তু ২০২৩ সালে রাজ্যপাল তাকে উপাচার্য পদে নিযুক্ত করার পর থেকেই তিনি পদ আঁকড়ে রয়েছেন।

ওই ছাত্রনেতা আরও অভিযোগ করে দাবি করেছেন, রাজ্য শিক্ষা দফতরের নিষেধ অগ্রাহ্য করে অস্থায়ী উপাচার্য বিশ্ববিদ্যালয়ে এগজিকিউটিভ কাউন্সিল (ইসি)-এর বৈঠক ডাকছেন। এটা তিনি করতে পারেন না। তার এই তুঘলকি আচরণের প্রতিবাদেই আমাদের এই বিক্ষোভ।

 

 

spot_img

Related articles

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...

ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান: নিহত ১২ জঙ্গি, প্রাণ গেল ৩ জওয়ানের

মাওবাদী দমনে বড়সড় সংঘর্ষ ছত্তিশগড়ে। সংঘর্ষে মাওবাদীদের মৃত্যু হলেও এবার প্রাণ গেল জওয়ানদের। বিজাপুরে (Bijapur) সংঘর্ষে প্রাণ হারালো...

হিসাবে কমছে দেশের বেকারত্ব! অভিষেকের প্রশ্নের জবাবে সংখ্যাতত্ত্ব পেশ কেন্দ্রের

জিডিপি-র অঙ্কে ভারত ক্রমশ উন্নতি করছে। জিডিপি বৃদ্ধির হারে রেকর্ড করে গত তিন মাসে প্রভূত উন্নতি হয়েছে দেশের,...

সত্যের জয়: শিক্ষকদের শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর, রায়কে স্বাগত কল্যাণের, বিরোধীদের বিঁধলেন কুণাল

সত্যের জয় হল। বহাল প্রাথমিকে ৩২ হাজার চাকরি। বুধবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের রায়ের...