Friday, November 14, 2025

কড়া পদক্ষেপ! শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাগিং – আত্মহত্যা রুখতে টাস্ক ফোর্স গড়ল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের। শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়াদের আত্মহত্যার প্রবণতায় গভীর উদ্বেগ প্রকাশ করল শীর্ষ আদালত। শুধু তাই নয়, বিচারপতি জে বি পার্দিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চের পর্যবেক্ষণ, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গত ২ মাসে যতজন পড়ুয়ার মৃত্যু হয়েছে, তার বেশিরভাগেরই নেপথ্যে র‍্যাগিং, যৌন হেনস্থা এবং জাতি বৈষম্য। এরই প্রেক্ষিতে বিশেষ পদক্ষেপ করল শীর্ষ আদালত। কলেজ, বিশ্ববিদ্যালয়-সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়াদের সুরক্ষিত রাখতে টাস্ক ফোর্স গড়ে দিল সুপ্রিম কোর্ট। নেতৃত্বে শীর্ষ আদালতেরই প্রাক্তন বিচারপতি এস রবীন্দ্র ভট্ট। আগামী ৪ মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে এই টাস্ক ফোর্সকে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়াদের অস্বাভাবিক মৃত্যুর কারণ খতিয়ে দেখে তার নেপথ্য কারণ বিশ্লেষণ করবে এই টাস্ক ফোর্স। এই ধরনের ঘটনা কীভাবে ভবিষ্যতে বন্ধ করা যায়, তা নিয়েও সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করবে তারা। বিচারপতিরা মনে করছেন, পড়ুয়াদের আত্মহত্যার ঘটনা নিয়ে আলোচনা বিশেষ জরুরি হয়ে উঠেছে। বিষয়টির গুরুত্ব ব্যাখ্যা করে বিচারপতিদের মন্তব্য, এগুলো কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এই প্রসঙ্গেই উল্লেখ করা যেতে রাজস্থানের কোটার ঘটনাক্রম। একের পর এক পড়ুয়ার আত্মহত্যা উদ্বেগ ছড়াচ্ছে গোটা দেশে।

লক্ষণীয়, ২০২৩ সালে দিল্লি আইআইটি-তে মৃত্যু হয়েছিল ২ পড়ুয়ার। ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছিল সেই অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে। কোনও কোনও মহলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, আত্মহত্যা করেছেন ২ পড়ুয়া। অদ্ভুত ব্যাপার, পুলিশ এই অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করলেও আচমকাই হাত গুটিয়ে নেয়। সেভাবে কোনও কারণ না দেখিয়েই বন্ধ করে দেয় তদন্ত। এই অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয় ২ পড়ুয়ার পরিবার। যথাযথ তদন্তের দাবিতে মামলাও দায়ের করে। এই মামলার ভিত্তিতেই সোমবার টাস্ক ফোর্স গঠন করল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে পুলিশকেও কড়াবার্তা দিয়েছে শীর্ষ আদালত। জানিয়ে দিয়েছে, যদি কোনও অভিযোগ ওঠে এবং বাবা-মা যদি অভিযোগ করেন যে তাঁদের সন্তান হেনস্থার শিকার, তবে এফআইআর দায়ের করে অবশ্যই কর্তব্যপালন করতে হবে পুলিশকে। সুরতহালের পরেই তদন্তে ইতি টানা যায় না।

আরও পড়ুন- দিল্লিতে জিততে কেন্দ্রীয় মন্ত্রীর ঠিকানার অপব্যবহার! বিজেপির চক্রান্ত সফল হবে না বাংলায়: অভিষেক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

আইপিএলে দলবদল! নিজামের ডেরা থেকে নবাবের শহরে শামি?

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই চর্চায় আইপিএল(IPL)। শনিবারই রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে শনিবার বিকেলে চমকের...

মমতার পথে হেঁটেই নীতীশের জয়! কী বলছে রাজনৈতিক মহল

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পথ ধরেই বিহারে নীতীশ কুমারের (Nitish Kumar) সাফল্য। বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারকে নকল...

কটকে শ্রেয়ার অনুষ্ঠানে ভিড়ের চাপে হুলুস্থুল, জ্ঞান হারালেন একাধিক শ্রোতা

ওড়িশার কটকে (Cuttack, Odissa) অনুষ্ঠান করতে গিয়ে অস্বস্তি সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। হুলুস্থুল বেঁধে গিয়েছিল কনসার্টে। শ্রোতারাও...

৯৮ বছরে প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী ও ধর্মেন্দ্রর প্রথম নায়িকা কামিনী কৌশল

প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কামিনী কৌশল( Kamini Kaushal)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮। বর্ষীয়ান এই অভিনেত্রী বহুদিন ধরেই বার্ধক্যজনিত...