Monday, August 25, 2025

সুদের হার ৩৬০ শতাংশ! উত্তরপ্রদেশের কিডনি পাচারচক্রের শিকার অন্তত ১০

Date:

Share post:

এক যুবকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কিডনি পাচারের (kidney smuggling) বড় চক্রের সন্ধানে রাজ্য পুলিশ। তদন্তে উঠে এসেছে, অন্তত ১০ জনকে সুদে (interest) টাকা ধার দেওয়ার জালে ফাঁসিয়ে কিডনি বিক্রি করতে বাধ্য করেছে এই পাচারকারীরা (smugglers)। আর সেই জাল ছড়িয়ে উত্তরপ্রদেশে (Uttarpradesh)। সুদের কারবারি বিকাশ ঘোষ ওরফে শিতলকে জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের শিকড় খুঁজে বের করতে তৎপর উত্তর চব্বিশ পরগণার বারাসাত জেলা পুলিশ।

ভিনরাজ্য থেকে কিডনি পাচারচক্র (Kidney smuggling) চালানো হত, এমনটা সন্দেহ ছিল পুলিশের। এবার অশোকনগর থেকে গ্রেফতার শিতলকে জিজ্ঞাসাবাদে উঠে এলো পাচারচক্রে উত্তরপ্রদেশ (Uttarpradesh) যোগ। যোগীরাজ্যের দালালদের সঙ্গে যোগাযোগ করে কিডনি পাচারই ছিল তার মূল ব্যবসা। যেখানে অন্তত ২৫ লক্ষ টাকার বিনিময়ে কিডনি বিক্রি করতেন বাসিন্দারা। তারই একটা মোটা অংশ যেত দালাল শিতলের পকেটে।

গ্রামের দরিদ্র পরিবারগুলির অসুবিধার সুযোগ নিয়ে টাকা ধার দিত শিতল। তার সুদ (interest) ছিল ৩৬০ শতাংশ। স্বাভাবিকভাবেই সেই সুদ ও আসল ফেরৎ দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলত সব হারানো মানুষগুলো। এরপরই কিডনি বিক্রির পরামর্শ ও পথ তৈরি করে দিত শিতলই। তবে কিডনি বিক্রিতে প্রয়োজনীয় অনুমতি মিলত কোথা থেকে, তা নিয়ে এবার তদন্তে বারাসাত পুলিশ (Barasat police district)।

কিডনি দান করতে গেলে স্বাস্থ্য পরীক্ষা আবশ্যক। সেই সঙ্গে কোনও রকম আর্থিক বিনিময়ের বিরুদ্ধেও থাকে নজরদারি। সেই সব পেরিয়ে কীভাবে চলত এই কিডনি দান-এর মাধ্যমে পাচার চক্র (smuggling racket) চলত, সেই উৎস সন্ধান করছে পুলিশ। সেক্ষেত্রে উত্তরপ্রদেশের (Uttarpradesh) দালালদের ভূমিকা কী ছিল, তা যাচাই করতে ভিন রাজ্যে গিয়ে তদন্তেরও সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। তদন্তে নেমে প্রাথমিকভাবে বারাসাত থানার অন্তর্গত অন্তত ১০ জনের কিডনি পাচারের তথ্য পেয়েছে পুলিশ। তবে সেই সংখ্যাটা হিমশৈলের চূড়ামাত্র বলে অনুমান পুলিশের।

spot_img

Related articles

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...