Wednesday, December 31, 2025

সুদের হার ৩৬০ শতাংশ! উত্তরপ্রদেশের কিডনি পাচারচক্রের শিকার অন্তত ১০

Date:

Share post:

এক যুবকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কিডনি পাচারের (kidney smuggling) বড় চক্রের সন্ধানে রাজ্য পুলিশ। তদন্তে উঠে এসেছে, অন্তত ১০ জনকে সুদে (interest) টাকা ধার দেওয়ার জালে ফাঁসিয়ে কিডনি বিক্রি করতে বাধ্য করেছে এই পাচারকারীরা (smugglers)। আর সেই জাল ছড়িয়ে উত্তরপ্রদেশে (Uttarpradesh)। সুদের কারবারি বিকাশ ঘোষ ওরফে শিতলকে জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের শিকড় খুঁজে বের করতে তৎপর উত্তর চব্বিশ পরগণার বারাসাত জেলা পুলিশ।

ভিনরাজ্য থেকে কিডনি পাচারচক্র (Kidney smuggling) চালানো হত, এমনটা সন্দেহ ছিল পুলিশের। এবার অশোকনগর থেকে গ্রেফতার শিতলকে জিজ্ঞাসাবাদে উঠে এলো পাচারচক্রে উত্তরপ্রদেশ (Uttarpradesh) যোগ। যোগীরাজ্যের দালালদের সঙ্গে যোগাযোগ করে কিডনি পাচারই ছিল তার মূল ব্যবসা। যেখানে অন্তত ২৫ লক্ষ টাকার বিনিময়ে কিডনি বিক্রি করতেন বাসিন্দারা। তারই একটা মোটা অংশ যেত দালাল শিতলের পকেটে।

গ্রামের দরিদ্র পরিবারগুলির অসুবিধার সুযোগ নিয়ে টাকা ধার দিত শিতল। তার সুদ (interest) ছিল ৩৬০ শতাংশ। স্বাভাবিকভাবেই সেই সুদ ও আসল ফেরৎ দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলত সব হারানো মানুষগুলো। এরপরই কিডনি বিক্রির পরামর্শ ও পথ তৈরি করে দিত শিতলই। তবে কিডনি বিক্রিতে প্রয়োজনীয় অনুমতি মিলত কোথা থেকে, তা নিয়ে এবার তদন্তে বারাসাত পুলিশ (Barasat police district)।

কিডনি দান করতে গেলে স্বাস্থ্য পরীক্ষা আবশ্যক। সেই সঙ্গে কোনও রকম আর্থিক বিনিময়ের বিরুদ্ধেও থাকে নজরদারি। সেই সব পেরিয়ে কীভাবে চলত এই কিডনি দান-এর মাধ্যমে পাচার চক্র (smuggling racket) চলত, সেই উৎস সন্ধান করছে পুলিশ। সেক্ষেত্রে উত্তরপ্রদেশের (Uttarpradesh) দালালদের ভূমিকা কী ছিল, তা যাচাই করতে ভিন রাজ্যে গিয়ে তদন্তেরও সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। তদন্তে নেমে প্রাথমিকভাবে বারাসাত থানার অন্তর্গত অন্তত ১০ জনের কিডনি পাচারের তথ্য পেয়েছে পুলিশ। তবে সেই সংখ্যাটা হিমশৈলের চূড়ামাত্র বলে অনুমান পুলিশের।

spot_img

Related articles

শান্তিনিকেতনের পৌষমেলায় রেকর্ড বই বিক্রি, নজর কাড়ল বিশ্বভারতী গ্রন্থন বিভাগ

মানুষ যতই প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে স্মার্ট জীবনযাত্রায় বিশ্বাসী হোক না কেন বই পড়ার অনুভূতি কোনভাবেই মোবাইল কিংবা...

ভক্তদের জন্য সুখবর! বর্ষশেষে বড় ঘোষণা পুরীর জগন্নাথধামে

পুরীর জগন্নাথ মন্দিরের বড় সিদ্ধান্ত। নতুন বছরে ভক্তদের জন্য অতিরিক্ত সময় খোলা থাকবে মন্দির- জানিয়েছে জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ।...

রাজ্যস্তরের লিগে বাড়ছে জনপ্রিয়তা, ভারতীয় ফুটবলের কঠিন সময়ে দিশা দেখাবে BSL?

বছর শেষেও আইএসএল নিয়ে অচলাবস্ত কাটল না। দেশের সর্বোচ্চ লিগ নিয়ে খুব ক্ষীণ একটা আশার আলো  দেখা যাচ্ছে।...

ভোডাফোন বাঁচাতে কেন্দ্র সরকারের বড় ঘোষণা: ২ লক্ষ কোটি মেটাতে অংশীদারিত্ব

দেশের অত্যন্ত পুরোনো ও বিপুল গ্রাহক সমন্বিত মোবাইল নেটওয়ার্কের সপক্ষে সুপ্রিম কোর্ট কেন্দ্রের সরকারকে প্রস্তাব দিয়েছিল। এই পরিস্থিতিতে...