Sunday, January 11, 2026

ক্ষমা চাইবেন না: কুণালকে ভাঙতে না পেরে বিজেপি ভাঙল স্টুডিও!

Date:

Share post:

কমেডিয়ান কুণাল কামরার (Kunal Kamra) বক্তব্যের জেরে উত্তাল দেশের রাজনীতি। নাম না করে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে (Eknath Shinde) বিশ্বাসঘাতক বলায় শিণ্ডের সৈনিকরা মুম্বইয়ের রেস্তোরায় ভাঙচুর চালানোর পরেও থেমে থাকেনি বিজেপি। ঝাল মেটাতে প্রশাসনিকভাবে ভাঙা হচ্ছে হ্যাবিট্যাট স্টুডিও (The Habitat studio)। স্টুডিওতে শিল্পীর বক্তব্যের কারণে স্টুডিওর উপর আঘাতকে গণতন্ত্র কন্ঠরোধ বলে দাবি করা হয়েছে স্টুডিও-র তরফ থেকে।

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশ (Devendra Fadnavis) দাবি করেছেন কুণালকে ক্ষমা চাইতে হবে। যদিও পাল্টা সংবিধান হাতে নিয়ে নিজের ছবি পোস্ট করে কমেডিয়ান কুণাল কামরা (Kunal Kamra) দাবি করেছেন এগিয়ে যেতে হবে। ক্ষমা চাওয়ার কোন প্রশ্ন নেই। কারণ তিনি এমন কোনও অপরাধ করেননি যার জন্য ক্ষমা চাইতে হবে। আর তাতেই তেলে বেগুনে জ্বলে উঠেছে মহারাষ্ট্রের বিজেপি প্রশাসন।

সোমবার থেকে টানা দুদিন ধরে মুম্বাইয়ের রেস্তোরায় হ্যাবিট্যাট স্টুডিওটি (The Habitat studio) ভাঙার কাজ শুরু হয়েছে। মুম্বই কর্পোরেশনের (BMC) দাবি, স্টুডিও নিয়ম মেনে তৈরি করা হয়নি। সেই সঙ্গে হুঁশিয়ারি দেওয়া হয়েছে আরও কোনও বেনিয়ম রয়েছে কিনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

এই হ্যাবিট্যাট স্টুডিওতেই মোদির হাতে পুরস্কারপ্রাপ্ত কন্টেন্ট ক্রিয়েটর রণবীর এলাবাদিয়া (Ranveer Allahabadia) তার চরম নোংরা মন্তব্য পেশ করেছিলেন। সেই বিতর্কিত বক্তব্যের সময়ে এই স্টুডিওকে (The Habitat) বেআইনি বলে মনে হয়নি মুম্বাইয়ের (BMC) বিজেপির। এবার শাসকদলের আঁতে ঘা লাগতে আইনের কথা মনে পড়েছে ফাড়নবিশ প্রশাসনের।

তবে গোটা ইস্যুতে শিবসেনা উদ্ধব গোষ্ঠী পাশে দাঁড়িয়ে আছে কমেডিয়ানের (comedian)। মঙ্গলবার তাঁদের তরফ থেকে দাবি করা হয়, কমেডিয়ান কারও নাম উল্লেখ করে কোন কথা বলেননি। সে ক্ষেত্রে তিনি কোনও অন্যায় করেননি। যে দেশে প্রধানমন্ত্রী বাক্-স্বাধীনতার কথা বলেন, সেখানে এরকম বক্তব্যের জন্য কমেডিয়ানকে কাঠগড়ায় দাঁড় করানো বিজেপির দ্বিচারিতার প্রকাশ।

spot_img

Related articles

আজ ফলতায় ‘সেবাশ্রয় ২’ ক্যাম্প পরিদর্শনে যাবেন অভিষেক 

রাজ্যজুড়ে রণসংকল্প যাত্রার মাঝেই রবিবাসরীয় দুপুরে ফলতায় ‘সেবাশ্রয় ২’ (Sebaashray 2) ক্যাম্প পরিদর্শনে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...