Monday, August 25, 2025

ভুয়ো জাতি শংসাপত্রে কড়া রাজ্য, শোকজ ২ আধিকারিক

Date:

Share post:

ভুয়ো জাতি শংসাপত্র (fake cast certificate) তৈরির চক্র ভাঙতে তৎপর রাজ্য। অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের (Backward Classes Welfare Department) কাছে যত অভিযোগ জমা করেছে সব অভিযোগেরই দ্রুত তদন্ত শুরু করে অপরাধচক্রে যুক্তদের শাস্তির পথে রাজ্য। সেই তদন্তে এবার শোকজ (show cause) ২ আধিকারিককে। সেই সঙ্গে একাধিক জেলার মহকুমা অধিকারিকদের তথ্য যাচাইয়ের নির্দেশ দফতরের।

কখনও ডাক্তারি, কখনও পুলিশে চাকরি, কখনও বা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পেতে ভুয়ো জাতি শংসাপত্র (cast certificate) ব্যবহারের অভিযোগ উঠেছে। তারই তদন্তে প্রশাসনের অনুমান ছিল এর পিছনে কোনও বড় চক্র রয়েছে। যার সঙ্গে বিভিন্ন দফতরের আধিকারিকদের যুক্ত থাকারও প্রবল সম্ভাবনার কথা উঠে এসেছিল। প্রাথমিকভাবে দুই জেলার আধিকারিকদের এই তদন্তে চিহ্নিত করা সম্ভব হয়েছে।

জানা গিয়েছে, খড়গপুর ও ব্যারাকপুরের ইন্সপেক্টর পদমর্যাদার দুই আধিকারিক সরাসরি চক্রের সঙ্গে যুক্ত। সেই আধিকারিককে শোকজ (show cause) করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে কী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়েও শুরু হয়েছে পরিকল্পনা।

অন্যদিকে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) দায়ের করা ও ভুয়ো জাতি শংসাপত্রের অভিযোগে পদক্ষেপ অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের (Backward Classes Welfare Department)। অভিযুক্তরা যে মহকুমার বাসিন্দা, সেইসব এসডিওদের (SDO) শংসাপত্র যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। এবং দ্রুত সেই রিপোর্ট ডাক্তারকে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রশাসনিক স্তরে কোনও রকম দেরি মানা হবে না বলেও স্পষ্ট করে দিয়েছে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর।

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...