Thursday, December 18, 2025

ওটা আমাদের ফ্ল্যাট! টেমসের পাড়ে দাঁড়িয়ে ‘মমতা দিদি’কে বাসা চেনালেন ডোনা

Date:

Share post:

কুণাল ঘোষ, সফরসঙ্গী

দুই বঙ্গ তনয়া। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। অন্যজন ভারতীয় ক্রিকেটদলের প্রাক্তন অধিনায়ক সৌরভ নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguli)। লন্ডনের রাস্তায় একেবারে সাধারণভাবে হেঁটে বেড়ালেন দুজনে। টেমসের ধারে দাঁড়িয়ে দূরের আবাসনে নিজেদের ফ্ল্যাট দেখালেন ডোনা। বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে হেঁটে বেড়ালেন নিজের পরিচিত লন্ডনের রাস্তায়।

সৌরভের কন্যা সানা লন্ডনে লেখাপড়া শেষ করে চাকরি করছেন। তিনি সেখানেই থাকেন। ফেল ডোনা ও সৌরভ প্রায়ই সেখানে গিয়ে থাকেন। সেখানে ফ্ল্যাট রয়েছে মহারাজের। বৃহস্পতিবার, অক্সফোর্ডে মুখ্যমন্ত্রী বক্তৃতা শুনতে হাজির থাকার কথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের। বুধবার রাতে লন্ডনে আসছেন তিনি। তার আগে বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন ডোনা। তাঁকে নিয়েই বেরিয়ে পড়েন মমতা। বিভিন্ন বিষয়ে তাঁর সঙ্গে কথা বলেন ডোনা।

হাঁটতে হাঁটতে টেমসের ধারে এসে দাঁড়ান মমতা। সঙ্গে ডোনা। সেখান থেকে দূরে দেখা যায় সৌরভদের লন্ডনের ডেরা। মমতা দিদিকে ডোনা দেখান, ওটা আমাদের ফ্ল্যাট।
আরও খবরমুখ্যমন্ত্রীর আহ্বানে বাংলায় বিনিয়োগে বিপুল সাড়া, লন্ডনে সরকারি-প্রশাসনিক স্তরে বৈঠক

মুখ্য়মন্ত্রীর সঙ্গে থাকা অনেকেই সৌরভের ফ্ল্যাটে চা-পানের কথা বলেন। কিন্তু এতজনকে নিয়ে সেখানে যেতে চাননি মমতা। ফলে সেখানেই বেশ কিছু হেঁটে বেড়ান তাঁরা। ডোনা (Dona Ganguli) জানান, সানা লন্ডনের বাইরে গিয়েছেন। সৌরভও আসেননি এখনও। ফলে তিনি একাই আছে। আর মুখ্যমন্ত্রীর সঙ্গে হেঁটে বেড়াতে তাঁর ভালোই লাগছে। সব সময়েই সবার সঙ্গে মিশে যেতে ভালবাসেন মমতা। মুখ্যমন্ত্রীর ঘেরাটোপ ছেড়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে ঘরের মেয়ে, বাড়ির দিদি হয়ে থাকাই তাঁর পছন্দ। সেখানে লন্ডন আর বাংলার কোনও ফারাক নেই। এখানেও পথচলতি ভারতীয় মায়ের কোলে থাকে শিশুকে আদর করেন মমতা।

spot_img

Related articles

শতবর্ষে প্রয়াত স্ট্যাচু অফ ইউনিটির ডিজাইনার রাম সুতার, সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

প্রয়াত বর্ষীয়ান ভাস্কর রাম ভানজি সুতার (Ram V Sutar)। মৃত্যুকালে বয়স হয়েছিল ১০০ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত...

SSC-র ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট

স্কুল সার্ভিস কমিশনের (SSC) ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ৩১ অগাস্ট পর্যন্ত চাকরি করতে...

মেসি কাণ্ড: রাজ্যের আর্জি মেনে পিছিয়ে গেল শুনানি, রিপোর্ট তলব হাইকোর্টের

যুবভারতীতে মেসি(Messi) বিশৃঙ্খলা কাণ্ডে বল গড়িয়েছে আদালতেও। গত ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসি ইভেন্টে বেনজির বিশৃঙ্খলা হয়েছে। তার জেরে ...

সেজে উঠেছে পার্ক স্ট্রিট, বিকেলেই ক্রিসমাস উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী

দুপুরে শিল্প সম্মেলন, বিকেলে বড়দিনের উৎসবের সূচনা, বৃহস্পতিবার একগুচ্ছ কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বিজনেস কনক্লেভের আবহে...