সফরের আগে থেকেই কলকাতা থেকে সরাসরি লন্ডনের বিমান পরিষেবার পক্ষে জোর সওয়াল করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। লন্ডনে (London) গিয়েও তার ব্যতিক্রম হয়নি। ভারতীয় হাইকমিশন থেকে শুরু করে শিল্পসভা- সব জায়গাতেই কলকাতা-লন্ডন (Kolkata-London) উড়ানের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার সেই বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেছে ব্রিটিশ এয়ারওয়েজ। এর মধ্যেই তাদের কলকাতা ও দিল্লির শাখার সঙ্গে বিমান সংস্থা কথাবার্তা শুরু করেছে বলে সূত্রের খবর।

বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের জেরে হিথরো বিমানবন্দরে বিমান চলাচল সাময়িক বন্ধ করা হয়। ফলে মুখ্যমন্ত্রীর লন্ডন সফরের সময়ের কিছুটা পরিবর্তন হয়। শনিবার সন্ধেয় কলকাতা বিমানবন্দর থেকে যাওয়ার আগেই লন্ডন-কলকাতা (London-Kolkata) সরাসরি বিমান পরিষেবার প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। এরপর সোমবার খাস লন্ডন শহরে বসে ভারতীয় হাই কমিশনের সৌজন্য বৈঠকে সরাসরি উড়ানের দাবি জানালেন বাংলার মুখ্যমন্ত্রী। বললেন, “আমি চাই লন্ডন থেকে কলকাতা সরাসরি উড়ান চালু হোক। মাত্র ৮ ঘণ্টার যাত্রাপথ। ব্রেক জার্নির ফলে সেটা ১৮ ঘণ্টা লাগল।” মঙ্গলবার শিল্পসভাতেও একই আর্জি জানান মুখ্যমন্ত্রী। বলেন, “ব্রিটিশ এয়ারওয়েজকে বিনীত অনুরোধ। যাঁরা প্রথম আসবেন, তাঁদের জ্বালানিতে ছাড় দেব। অন্ডালে গ্রিন এয়ারপোর্ট চালু হয়েছে। একটাও সিট খালি থাকবে না। আমরা প্রতিদিন সমস্যার সম্মুখীন হচ্ছি।”

সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর এই প্রস্তাবের পরে বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে ব্রিটিশ এয়ারওয়েজ। ইতিমধ্যেই দিল্লি ও কলকাতা শাখার সঙ্গে কথোপকথন চালু করেছে তারা। একটি দল এসে এই বিষয়ে বাংলায় সমীক্ষা চালাবে বলেও জানা গিয়েছে। অন্তত সপ্তাহে দুদিন যদি সরাসরি লন্ডন-কলকাতা বিমান চালানো যায় সেই বিষয়ে পরিকল্পনা শুরু করেছে বিমান সংস্থা।

আরও পড়ুন- যদি ওরা বল বাড়ায় আমি ছক্কা মারব: অক্সফোর্ডের বক্তৃতার আগে বার্তা মমতার


_


_

_

_

_
_

_

_