গতকাল রাজস্থানকে ৮ উইকেটে হারিয়ে ২০২৫ আইপিএল-এ প্রথম জয় পায় কলকাতা নাইট রাইডার্স। সৌজন্যে কুইন্টন ডি’কক। ৯৭ রানে অপরাজিত তিনি। ইনিংস সাজান ৬টি ছক্কা এবং ৮ টি চার দিয়ে। আর এই রানের সৌজন্যে ম্যাচের সেরাও তিনি। এই ইনিংসে শুধু ম্যাচ জেতানোই নয়, জোড়া রেকর্ডও গড়েন ডি’কক। আর দলের হয়ে পারফরম্যান্স করতে পেরে উচ্ছ্বসিত নাইট ব্যাটার। বললেন, ১০ দিনের প্রস্তুতি নিয়েছিলাম , সেটাই কাজে লাগাতে পেরে ভাল লাগছে।

ম্যাচ শেষে ডি’কক বলেন, “আমি সুযোগ কাজে লাগাতে পেরে খুশি। পরিস্থিতি অনুযায়ী খেলেছি। এমনিতে আইপিএল বড় বড় চার-ছক্কার জন্য পরিচিত। তবে আজকের পরিস্থিতি সেভাবে খেলার মতো ছিল না।“ এখানেই না থেমে নাইট ব্যাটার আরও বলেন, “ আমাদের ভাগ্য ভাল পরে ব্যাট করার সুযোগ পেয়েছি। উইকেটটা দেখার সময় পেয়ে গিয়েছিলাম। বল কেমন ভাবে ব্যাটে আসছে সেটা দেখে নিয়েছিলাম আমরা। পরিস্থিতি অনুযায়ী খেলেছি। আইপিএল মানেই ছক্কার খেলা। কিন্তু আমার জন্য সেটা নয়। আমি শুধু নিজের মতো খেলে ম্যাচ জেতাতে চাই।“

গত আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলেছিলেন ডি’কক। তবে এবার মেগা নিলামে তাঁকে কিনে নেয় কলকাতা। নতুন মরশুম, নতুন দল। ডি’কক বলেন, “নতুন মানুষের সঙ্গে আলাপ করতে ভাল লাগে। নতুন পরিবেশ ভাল লাগে। কখনও কোনও দলে মিশতে সময় লাগে। কিন্তু কেকেআরে সকলে আমাকে খুব আপন করে নিয়েছে। সেটা ভাল লাগছে।“

এদিকে গতকাল জোড়া রেকর্ডও গড়েন ডি’কক। প্রথমমত, রান তাড়া করার ক্ষেত্রে নাইটদের হয়ে এটাই কোনও ব্যাটারের সর্বোচ্চ স্কোর। এর আগে এই রেকর্ড ছিল ২০১৪ ফাইনালে। ৯৪ রানের ইনিংস খেলেন মণীশ পাণ্ডে। দ্বিতীয়ত, গুয়াহাটির স্টেডিয়ামে এক ইনিংসে সর্বাধিক রানও এখন ডি’ককের দখলে।


আরও পড়ুন- বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার আশা টিকিয়ে রাখল অস্ট্রেলিয়া-সৌদি আরব


–

–

–

–
–

–

–
–
–