Wednesday, November 5, 2025

জীবনের পথচলা থেকেই তৈরি আমি: সবার সঙ্গে বাসে অক্সফোর্ডের উদ্দেশে রওনা দিয়ে জানালেন মমতা

Date:

Share post:

কুণাল ঘোষ, সফরসঙ্গী

লন্ডন সফরের আকর্ষণের কেন্দ্রবিন্দু আজ। আর কিছুক্ষণ পরেই বিশ্ব বিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে (University of Oxford) বক্তব্য রাখতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার সৃষ্টি-কৃষ্টি, শিল্প, সংস্কৃতি, ঐতিহ্যের কথা ইংরেজ ভূমিতে তুলে ধরবেন মুখ্যমন্ত্রী। নারী ক্ষমতায়ন এবং বাংলায় উন্নয়ন মডেলের কথা তাঁর মুখ থেকে শুনতে চায় ব্রিটেন। ইতিমধ্যেই সকলের সঙ্গে বাসে অক্সফোর্ডের উদ্দেশে রওনা দিয়েছেন মমতা। পরে গাড়িতে সেখানে পৌঁছবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

লন্ডনের স্থানীয় সময় বেলা ১১টা নাগাদ অক্সফোর্ডের (University of Oxford) উদ্দেশে যাত্রা শুরু করেছেন মমতা। তাঁর জন্য গাড়ির ব্যবস্থা থাকলেও, সবার সঙ্গে বাসেই রওনা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। ঘণ্টা খানেক লাগবে পৌঁছতে। সফরসঙ্গীদের সঙ্গে চলছে আলাপচারিতা। অক্সফোর্ডে বক্তৃতা দেওয়ার আগে কীরকম অনুভূতি? মমতা জানান, ”আজ বক্তৃতার জন্য আলাদা করে পড়াশোনা করিনি, জীবনের পথচলা থেকেই তৈরি আমি। আর কানে কানে আমায় কিছু বললেও তথ্য মুখস্থ হয়ে যায়। মুখ্যসচিবকে জিজ্ঞেস করুন। আমি পড়াশোনায় ফাঁকিবাজ, কিন্তু সব খবর রাখি, সবেতে রেডি”। একই সঙ্গে সুবক্তা মমতার বক্তব্য, ”আমি বক্তৃতা পারি না, আমি রান্না, ছবি, গান ভালোবাসি”। সেখানে পৌঁছে পাঠাগার ও বিশ্ববিদ্যালয় চত্বর তাঁকে ঘুরে দেখাবেন কর্তৃপক্ষ। তারপরে চা-পান। তার পর স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ৬টা পর্যন্ত চলবে মূল অনুষ্ঠান।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনতে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে। ৪৮ ঘণ্টা বাকি থাকতেই সব আসন পূর্ণ হয়ে গিয়েছে। সভায় উপস্থিত থাকার জন্য উপচে পড়ছে আবেদন। আসন ভর্তি হয়ে যাওয়ায় এবার অনলাইনে এই মুহূর্তের সাক্ষী হতে চাইছেন অনেকে। ফলে কেলগ কলেজের তরফে লাইভ স্ট্রিমিং-এর ব্যবস্থা করা হয়েছে। মুখে যাই বলুন, সভায় বক্তব্য রাখার জন্য প্রস্তুত বাংলা মুখ্যমন্ত্রী তথা জননেত্রী। সেখানে যদি তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ কোনও প্রশ্ন করেন, তাহলে তা এড়িয়ে যাওয়ার কোনও কথাই নেই। বরং তিনি সরাসরি তার জবাব দেবেন। বাংলার মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা দিয়েছেন, যদি ওরা বল বাড়ায় তাহলে আমি ছক্কা মারব।

যে কোনও জায়গাতেই নিজের স্টাইলে বক্তব্য রাখেন মমতা। তাঁর কথা সব সময়ই শ্রোতাদের মন ছুঁয়ে যায়। ভাষণের মাঝখানেই দর্শকদের সঙ্গে কথাও বলেন তিনি। তাঁর ভাষণ শুনতে উপচে পড়ে ভিড়। অক্সফোর্ডেও তাঁর ভাষণ ঘিরে ইতিমধ্যেই তুমুল উন্মাদনা।

‘সামাজিক উন্নয়ন- বালিকা, শিশু এবং নারীর ক্ষমতায়ন’ শীর্ষক আলোচনায় বাংলার মুখ্যমন্ত্রী ছাড়াও থাকবেন কলেজের সভাপতি অধ্যাপক জোনাথন মিচি এবং এই কলেজেরই ‘ফেলো’ তথা শিল্পোদ্যোগী লর্ড করণ বিলিমোরিয়া। বাংলার মুখ্যমন্ত্রী কীভাবে রাজ্যে নারী ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়েছেন, কীভাবে লড়াই করে এগিয়ে এসেছেন, সাধারণ মানুষের সঙ্গে মিশে তাঁদের সমস্যা মেটানোর চেষ্টা করেছেন- তা শুনতে আগ্রহী অক্সফোর্ড।
আরও খবরঠাকুরনগরে জমজমাট বারুণী মেলা, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...