ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণবঙ্গের একাধিক জেলা! রিখটার স্কেলে মাত্রা ৭.১

ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠলো বাংলার একাধিক জেলা। তীব্র কম্পন অনুভূত হল দুই চব্বিশ পরগনা, মেদিনীপুর এবং হাওড়ায়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.১, উৎস্থল মায়ানমার। এখনও পর্যন্ত জানা গেছে কলকাতা থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে মাটির ৩৫ মিটার গভীরে কম্পন হলেও এ রাজ্যের বিভিন্ন জেলায় তার প্রভাব পড়েছে। ইতিমধ্যেই আফটার শক হতে শুরু করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি। রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে হাওড়া-সহ দুই ২৪ পরগনায়। দিল্লি-সহ দেশের উত্তরেও বেশ কয়েকটি জায়গায় কম্পন অনুভূত হয়েছে বলে ন্যাশনাল সেন্টার ফর সিজমোলজি সূত্রে জানা যাচ্ছে।