Saturday, January 10, 2026

সফল লন্ডন সফর শেষে ঘরে ফেরা- দুবাই পৌঁছলেন মুখ্যমন্ত্রী, সন্ধ্যায় নামবেন কলকাতায়

Date:

Share post:

কুণাল ঘোষ, সফরসঙ্গী

ব্রিটিশ ভূমিতে বাংলার উন্নয়নের কথা তুলে ধরার পর এবার ঘরে ফেরার পালা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee, CM of WB) সফল লন্ডন সফর শেষে শনির সন্ধ্যায় কলকাতায় প্রত্যাবর্তন। এদিন স্থানীয় সময় সকাল আটটা পাঁচ মিনিট নাগাদ দুবাই বিমানবন্দরে (Dubai International Airport) পৌঁছন বাংলার প্রশাসনিক প্রধান। সঙ্গে রয়েছে তাঁর প্রতিনিধি দল। দুবাই বিমানবন্দরে ভূগর্ভস্থ অটোমেটিক ট্রেনে টার্মিনাল বদল মুখ্যমন্ত্রীর, আপাতত দুপুরের বিমানে কলকাতা উড়ানের অপেক্ষা।

টানা ৬ দিন ঠাসা কর্মসূচির পর শুক্রবারই লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে পাড়ি দেন মমতা। গত রবিবার (২৩ মার্চ ) দুপুর সাড়ে ১২টা নাগাদ (ভারতীয় সময়) লন্ডনে পৌঁছন মুখ্যমন্ত্রী। সোমবার ভারতীয় হাই কমিশনের অনুষ্ঠান, মঙ্গলে ছিল বাণিজ্য সম্মেলন, টেমসের ধারে বুধের প্রাতঃভ্রমণ করার পাশাপাশি সৌরভপত্নী ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly) সঙ্গে খোশমেজাজে গল্প করতেও দেখা যায় মমতাকে। বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের (University of Oxford) কেলগ কলেজের ঐতিহাসিক অনুষ্ঠানে বাংলার জনমুখী প্রকল্প থেকে শুরু করে নারী ক্ষমতায়নের বার্তা দেন তিনি। বিশ্বের অন্যতম প্রাচীন শিক্ষাঙ্গনে মুখ্যমন্ত্রীর কথা শোনার জন্য পড়ুয়া এবং প্রবাসীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বাম-রামের ষড়যন্ত্র বানচাল করে যে অসামান্য দক্ষতায় মুখ্যমন্ত্রী পরিস্থিতি সামলেছেন তার প্রশংসায় পঞ্চমুখ রাজনৈতিক মহলও। এই সফরের মধ্যেই রাজ্য সরকারি শীর্ষকর্তারা ব্রিটিশ বণিক মহলের সঙ্গে একটি বৈঠক হয়। সেদিকেও নজর রাখেন মমতা। বাণিজ্য সম্মেলনে কলকাতা- লন্ডন সরাসরি উড়ান পরিষেবা চালুর আর্জি জানানোর পাশাপাশি অক্সফোর্ড কর্তৃপক্ষকে মহানগরীতে ক্যাম্পাস তৈরীর অনুরোধ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। এবার ফেরার পালা। শুক্রবার লন্ডনের স্থানীয় সময় রাত ১০টা নাগাদ রওনা দেন তিনি। সকালে পৌঁছেছেন দুবাইয়ে, সন্ধ্যা নাগাদ শহরে ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

spot_img

Related articles

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...