Sunday, November 9, 2025

মহাকাশ থেকে কেমন লাগে ভারতকে? অভিজ্ঞতার কথা জানালেন সুনীতা

Date:

Share post:

তিনি ভারতীয় বংশোদ্ভূত।তাই সুনীতা উইলিয়ামসের সাক্ষাৎকারে সাবাভাবিকভাবেই প্রশ্নটা এসেছে।মহাকাশ থেকে ভারতকে দেখতে কেমন লাগে? চার দশক আগে একই প্রশ্নের উত্তরে মহাকাশচারী রাকেশ শর্মা বলেছিলেন, “সারে জাঁহা সে আচ্ছা”। ২৮৬ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফেরার পরে ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর সুনীতা জবাব দিলেন, “চমৎকার, অপরূপ!”

মহাকাশ অভিযানে আট দিনের জন্য গিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রায় ন’মাস কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন তিনি। এই ন’মাসে বহু বার ভারতের উপর দিয়ে গিয়েছেন তিনি। ভারতকে কেমন লাগছিল, সেই প্রশ্নে সুনীতা বলেন, “ভারতকে অপরূপ লাগছিল। যত বার আমরা হিমালয়ের উপর দিয়ে গিয়েছি, বুচ দুর্দান্ত কিছু ছবি তুলেছেন। এটি সত্যিই চমৎকার।

প্রসঙ্গত, গত বছর ৫ জুন মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতারা। ২৮৬ দিন পর ভারতীয় সময় অনুসারে ১৯ মার্চ ভোরে পৃথিবীতে ফেরেন সুনীতা এবং বুচ। বর্তমানে নাসার ক্রু- কোয়ার্টারে তাদের স্বাস্থ্যপরীক্ষা এবং অন্য শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। মহাকাশ থেকে ফেরার পরে থেকে এই প্রথম সুনীতারা নিজের অভিজ্ঞতার কথা জানালেন।

সুনীতা জানিয়েছেন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকাকালীন ভারতের উপর দিয়ে যাওয়ার সময়ে ভারতের রঙিন ছবি দেখে অভিভূত হতেন তিনি। গুজরাট এবং মুম্বইয়ের কথাও বলেন তিনি। সেখানকার ছবি কীভাবে বদলায়, তা মহাকাশ থেকে দেখতে অসাধারণ লাগত। সেখানে উপকূল বরাবর মাছ ধরার জাহাজের বহরের কথাও জানান তিনি। সুনীতা জানান, মহাকাশ থেকে ভারতকে দিনের বেলা যেমন ভাল লাগে, রাতেও তেমনই ভাল লাগে। রাতে বড় শহর থেকে ছোট শহরে যে ভাবে আলোগুলি ছড়িয়ে থাকে,  দেখতে বেশ সুন্দর লাগে বলে জানান।

 

 

spot_img

Related articles

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...

১১ বলেই অর্ধশতরান! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী(Asis Kumar Chowdhury)। মোট...