Tuesday, August 26, 2025

মহাকাশ থেকে কেমন লাগে ভারতকে? অভিজ্ঞতার কথা জানালেন সুনীতা

Date:

Share post:

তিনি ভারতীয় বংশোদ্ভূত।তাই সুনীতা উইলিয়ামসের সাক্ষাৎকারে সাবাভাবিকভাবেই প্রশ্নটা এসেছে।মহাকাশ থেকে ভারতকে দেখতে কেমন লাগে? চার দশক আগে একই প্রশ্নের উত্তরে মহাকাশচারী রাকেশ শর্মা বলেছিলেন, “সারে জাঁহা সে আচ্ছা”। ২৮৬ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফেরার পরে ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর সুনীতা জবাব দিলেন, “চমৎকার, অপরূপ!”

মহাকাশ অভিযানে আট দিনের জন্য গিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রায় ন’মাস কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন তিনি। এই ন’মাসে বহু বার ভারতের উপর দিয়ে গিয়েছেন তিনি। ভারতকে কেমন লাগছিল, সেই প্রশ্নে সুনীতা বলেন, “ভারতকে অপরূপ লাগছিল। যত বার আমরা হিমালয়ের উপর দিয়ে গিয়েছি, বুচ দুর্দান্ত কিছু ছবি তুলেছেন। এটি সত্যিই চমৎকার।

প্রসঙ্গত, গত বছর ৫ জুন মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতারা। ২৮৬ দিন পর ভারতীয় সময় অনুসারে ১৯ মার্চ ভোরে পৃথিবীতে ফেরেন সুনীতা এবং বুচ। বর্তমানে নাসার ক্রু- কোয়ার্টারে তাদের স্বাস্থ্যপরীক্ষা এবং অন্য শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। মহাকাশ থেকে ফেরার পরে থেকে এই প্রথম সুনীতারা নিজের অভিজ্ঞতার কথা জানালেন।

সুনীতা জানিয়েছেন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকাকালীন ভারতের উপর দিয়ে যাওয়ার সময়ে ভারতের রঙিন ছবি দেখে অভিভূত হতেন তিনি। গুজরাট এবং মুম্বইয়ের কথাও বলেন তিনি। সেখানকার ছবি কীভাবে বদলায়, তা মহাকাশ থেকে দেখতে অসাধারণ লাগত। সেখানে উপকূল বরাবর মাছ ধরার জাহাজের বহরের কথাও জানান তিনি। সুনীতা জানান, মহাকাশ থেকে ভারতকে দিনের বেলা যেমন ভাল লাগে, রাতেও তেমনই ভাল লাগে। রাতে বড় শহর থেকে ছোট শহরে যে ভাবে আলোগুলি ছড়িয়ে থাকে,  দেখতে বেশ সুন্দর লাগে বলে জানান।

 

 

spot_img

Related articles

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...

বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা দেওয়ার নির্দেশ জেলাশাসকদের

বন্যায়(Flood) যে সমস্ত বাড়ি ভেসে যাচ্ছে তার তালিকা তৈরি করে মুখ্যসচিবের(Chief Secratory) কাছে দেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দিলেন...

১৯ হাজার কোটি ব্যয়ে ৯১ কোটি শ্রম দিবস

কেন্দ্র বঞ্চনা করে। বাংলা করে উন্নয়ন। একশো দিনের কাজে বাংলার বকেয়া দেয়নি কেন্দ্র। তারপরই কেন্দ্রের তোয়াক্কা না করে...

বিহার-ভোটেও ‘খেলা হবে’: বাংলার স্লোগান এখন ভারতজুড়ে

শেষ বিধানসভা ভোটে তৃণমূলের মূল স্লোগান ছিল 'খেলা হবে' (Khela hobe)। প্রতিটি নির্বাচনী জনসভায় তৃণমূল নেতাদের এই স্লোগান...