Monday, August 25, 2025

ওয়াকফ সংশোধনী বিল: কেন্দ্রের বিরুদ্ধে ‘অল আউট’ আক্রমণ চালাবে তৃণমূল সহ বিরোধীরা

Date:

Share post:

ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বিরোধী শিবিরের তীব্র প্রতিবাদ শুরু হয়েছে। বুধবার লোকসভায় এই বিলটি পাস করানোর জন্য মরিয়া হয়ে উঠেছে মোদি সরকার। তৃণমূল কংগ্রেসসহ বিরোধী শিবিরের দাবি, এই বিলটি অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক। প্রধান চ্যালেঞ্জার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এই বিলের বিরুদ্ধে সরব হয়েছে।

সংসদীয় সূত্রের খবর অনুযায়ী, বুধবার মোদি সরকারের পক্ষ থেকে লোকসভায় বিলটি পেশ করা মাত্রই প্রতিবাদে সোচ্চার হবেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ, মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আবু তাহের খান। তারা আইনগত দৃষ্টিকোণ থেকে দেখিয়ে দেবেন, কিভাবে মোদি সরকার সংখ্যালঘুদের মৌলিক অধিকার খর্ব করতে উদ্যত হচ্ছে।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি লোকসভায় ভোটাভুটি হয়, তাহলে দলের সাংসদরা এই বিলের বিরুদ্ধেই ভোট দেবেন। ইতিমধ্যেই হুইপ জারি করে সকল সাংসদদের লোকসভায় উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বিরোধী শিবিরও এই বিলের বিরুদ্ধে সোচ্চার হবে।

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান বলেছেন, ওয়াকফ সাংবিধানিক বিষয় হলেও ওয়াকফ সংশোধনী বিলটি পুরোপুরি অসাংবিধানিক। তৃণমূল কংগ্রেস এই বিলটির তীব্র বিরোধিতা করবে।

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী বৃহষ্পতি এবং শুক্র দুদিন দেশের বাইরে থাকতে পারেন। তিনি ব্যাঙ্ককের বিমস্টেক সম্মেলনে যোগ দেবেন। প্রধানমন্ত্রী মোদি দেশ ছাড়ার আগেই শাসক শিবির ওয়াকফ সংশোধনী বিল পাস করাতে মরিয়া হয়ে উঠেছে, যেটি নিয়ে তৃণমূল কংগ্রেসসহ বিরোধী শিবির প্রতিবাদ জানাচ্ছে।

মঙ্গলবার, লোকসভার বিষয় উপদেষ্টা কমিটি বা বিএসির বৈঠকে শাসক-বিরোধী সংঘাত দেখা দেয়। বৈঠক থেকে ওয়াক আউট করেছে তৃণমূল কংগ্রেসসহ গোটা বিরোধী শিবির, যার পরেই বিরোধী দলের সাংসদরা সরকারের স্বেচ্ছাচারিতা এবং অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।

এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “আমরা বৈঠক থেকে ওয়াক আউট করতে বাধ্য হয়েছি। মোদি সরকার আমাদের রাজ্যের বকেয়া নিয়ে কোনও আলোচনা চায় না, এপিক কার্ড নিয়েও আলোচনা হয়নি। এখন তারা গায়ের জোরে ওয়াকফ বিল পাস করাতে চায়।”

বুধবার সন্ধ্যায় বিরোধী শিবিরের মধ্যে বৈঠক হয়, যেখানে তৃণমূল কংগ্রেসের দুই বর্ষীয়ান সাংসদ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হকের প্রস্তাবে সিলমোহর দিয়ে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে ‘অল আউট’ আক্রমণ করার সিদ্ধান্ত নেয় বিরোধী শিবির।

আরও পড়ুন – ভূমিকম্পে মায়ানমারের প্রাণহানি প্রায় আড়াই হাজার! ধ্বংসের ভয়াবহ চিত্র তুলে ধরল ইসরো

_

 

_

 

_

spot_img

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...