Monday, November 10, 2025

১ বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস: তৃণমূল নেতাকর্মীদের সাড়ম্বরে পালনের নির্দেশ রাজ্য নেতৃত্বের

Date:

Share post:

লোকসভা নির্বাচনের আবহে প্রথমবার পশ্চিমবঙ্গ দিবস (Paschimbanga Divas) পালিত হয়নি সাড়ম্বরে। তবে দ্বিতীয়বার গোটা রাজ্যে এই দিবসকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করার নির্দেশ জারি তৃণমূল রাজ্য নেতৃত্বের। রাজ্য সভাপতি সুব্রত বক্সির (Subrata Bakshi) জারি করা বিজ্ঞপ্তিতে একাধিক নির্দেশিকা তৃণমূল নেতাকর্মীদের জন্য।

সমাজের সব স্তরের মানুষের মতামত নিয়ে ১ বৈশাখকে (Poila Boisakh) পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত বিধানসভায় গৃহীত হয়। ২০২৪-এর ১ বৈশাখ সেই অনুযায়ী প্রথমবার পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়। তবে নির্বাচনী আচরণবিধি থাকায় রবীন্দ্র সদনের সামনে ক্যাথিড্রাল রোডে সরকারিভাবে শুধু সেই দিবস পালিত হয়। এবছর রাজ্যের প্রতিটি জেলা, ব্লক থেকে বুথস্তরে পশ্চিমবঙ্গ দিবস পালনের নির্দেশ জারি সুব্রত বক্সির।

রাজ্য নেতৃত্বের জারি করার নির্দেশিকায় জানানো হয়েছে, যেন গোটা রাজ্যে উপযুক্ত হোর্ডিং, ব্যানার দিয়ে এই দিবস পালনের ঘোষণা করা হয়। নববর্ষ উৎসব (Nababarsha) ও পশ্চিমবঙ্গ দিবস (Paschimbanga Divas) পালনের উৎসব সম্মিলিতভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাংলার মনীষীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, রক্তদান উৎসব ইত্যাদি জনহিতকর কর্মসূচির মধ্যে দিয়ে দিবস পালনের নির্দেশ দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে প্রত্যেক উৎসব রাজ্য সংগীত ‘বাংলার মাটি বাংলার জল’-এর মধ্যে দিয়ে শুরু করতে হবে এবং জাতীয় সংগীতের (National Anthem) মাধ্যমে শেষ করতে হবে, এমন নির্দেশ জারি হয়েছে।

এই অনুষ্ঠানে বিশেষভাবে স্থানীয় ছোটদের এবং সর্বোপরি কিশোর কিশোরীদের যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে বাংলার অস্মিতার ওপর আলোকপাত করে তাদের উদ্বুদ্ধ করার বার্তা দেওয়া হয়েছে। নির্দেশিকায় অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানিত (felicitation) করারও নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য নেতৃত্বের তরফে।

spot_img

Related articles

শিলিগুড়ির মহাকাল মন্দিরের ট্রাস্ট গঠন মুখ্যমন্ত্রীর, মুখ্যসচিবের নেতৃত্বে থাকছেন কারা!

অক্টোবরে উত্তরবঙ্গে গিয়েই জানিয়েছিলেন শিলিগুড়িতে হবে সবচেয়ে বড় মহাকাল মন্দির (Mahakal Temple)। সেই মতো ট্রাস্ট গঠন করে দিলেন...

বিশ্বমঞ্চে সম্মানিত বাংলার মুখ্যমন্ত্রী, মমতাকে D’Litt উপাধি দিচ্ছে জাপানের বিশ্ববিদ্যালয়

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরে এবার জাপানের (Japan) একটি বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি’লিট পাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মি টু! সিনে দুনিয়ার ভয়ঙ্কর কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন রেণুকা সাহানে

রবিবার মানেই জনপ্রিয় ফ্যামিলি ড্রামা 'হাম আপকে হ্যায় কৌন'। আর সেই ছবি মানেই রেণুকা সাহানে (Renuka Shahane)। কিন্তু...

উৎসবের পরেই সংক্রমণের উর্ধ্বগতি! রাজ্যে বাড়ছে ডেঙ্গির দাপট, সতর্ক স্বাস্থ্য দফতর

উৎসবের আমেজ কাটতে না কাটতেই রাজ্যে ফের মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের সর্বশেষ রিপোর্টে দেখা গেছে, শুধু...