Saturday, January 10, 2026

ম্যাচ চলাকালীনই বেট লড়লেন ভিনিশিয়স জুনিয়র, হাতছাড়া টাকা

Date:

Share post:

পেনাল্টি মিস করে ম্যাচ হাতছাড়া, সেইসঙ্গে পকেট থেকে টাকাও গেল ভিনিশিয়াস জুনিয়রের(Vinicius Jr)। ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে বেট লড়ে প্রতিপক্ষ গোলকিপারের কাছে হারলেন ব্রাজিলিয়ান তারকা। জুনিয়রের পেনাল্টি শট আটকে দিলেন জিওরজি মামারদাশভিলি(Giorgi Mamardashvili)। ভিনিশিয়াসের পেনাল্টি বেট হারটাই যেন রিয়্যালেরও ভাগ্য এদিন লিখে দিয়েছিল। লা-লিগার(LaLiga) লড়াইয়ে ভ্যালেন্সিয়ার কাছে ১-২ গোলে হার রিয়্যাল মাদ্রিদের। তবে এই হারের থেকেও এখন সবচেয়ে বেশি চর্চায় রয়েছেন ভিনিশিয়াস জুনিয়র।

ভ্যালেন্সিয়ার(Valencia) বিরুদ্ধে ধারেভারে এগিয়ে থেকেই মাঠে নেমেছিল রিয়্যাল মাদ্রিদ(Real Madrid)। ম্যাচের শুরুর দিকে এগিয়ে যাওয়ার ভাল সুযোগও ছিল রিয়্যাল মাদ্রিদের কাছে। সেই সময় একটা বেটই যেন সমস্ত হিসাব বদলে দেয়। পেনাল্টি পায় রিয়্যাল মাদ্রিদ। আর সেই পেনাল্টি শট নিতে যান ভিনিশিয়াস জুনিয়র(Vinicius Jr)। সেই সময়ই প্রতিপক্ষ গোলকিপার মামারদাশভিলির সঙ্গে একটি বেট হয় ভিনিশিয়সের। গোল করা নিয়েই অবশ্য সেই বেট হয়।

শট নেওয়ার আগেই ভিনিশিয়সের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় ভ্যালেন্সিয়া গোলকিপার। ব্রাজিলিয়ল তারকা যদি গোল দিতে পারেন তবে তিনি ভিনিশিয়সকে(Vinicius Jr) ৫০ ইউরো দেবেন। আর তা যদি না হয়, তবে মামারদাশভিলি ভিনিশিয়সকে দেবেন ৫০ ইউরো। ভাল শট নিলেও, দুরন্ত পারফর্ম্যান্স করে সেই শট বাঁচিয়ে দেন মামারদাশভিলি। সেইসঙ্গেই ভিনিশিয়সের থেকে ৫০ ইউরো জিতে নেন তিনি। যদিও ম্যাচ শেষ হওয়ার পরও সেই টাকা হাতে পাননি ভ্যালেন্সিয়া(Valencia) গোলরক্ষর। সেই সময় ভিনিশিয়স যদি গোল দিতে পারত তাহলে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল রিয়্যাল মাদ্রিদের সামনে। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি।

বরং রিয়্যালের(Real Madrid) বিরুদ্ধে লিড নিয়ে নেয় ভ্যালেন্সিয়াই। ম্যাচের ৫০ মিনিটের মাথায় ভিনিশিয়সের গোলই ব্যাবধান কমাতে সাহায্য করে ঠিকই। কিন্তু তাঁর সেই পেনাল্টি মিসের ঘটনা নিয়েই চলছে সবচেয়ে বেশি জল্পনা। বিশেষ করে ম্যাচ চলাকালীন প্রতিপক্ষ গোলকিপারের সঙ্গে বেট লড়ে হারার ঘটনা নিয়েই এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া জুড়ে আলোচনা তুঙ্গে।

spot_img

Related articles

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...