খুব ইচ্ছে একবার মানালি ঘুরতে যাওয়ার। কিন্তু পকেট গড়ের মাঠ। তাই মনের ইচ্ছা পূরণ করতে টাকা জোগাড়ের অন্য পথ বেছে নেয় ৬ জন । অভিযোগ, ঘুরতে যাওয়ার টাকা জোগাড় করতে ডাকাতি শুরু করে তারা। এমনই চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে দিল্লিতে(DELHI)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি সুলতানপুরীর একটি দোকানে ডাকাতির ঘটনা ঘটে। দোকান মালিকের কপালে বন্দুক ঠেকিয়ে টাকা লুট করার অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে নেমে চক্ষু চড়কগাছ পুলিশের। মঙ্গলপুরী এবং সুলতানপুরীর একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে দুই কিশোর এবং চার তরুণকে গ্রেফতার করে পুলিশ।তাদের জেরা করেই পুলিশ জেনেছে লুট-পাটের প্রধান উদ্দেশ্য ছিল ঘুরতে যাওয়া।

পুলিশি জেরায় ধৃতরা স্বীকার করেছে, মানালি(MANALI) বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছিল তারা। মানালি যাওয়ার টাকা জোগাড় করতেই ওই দোকানে ডাকাতি করার পরিকল্পনা করা হয়েছিল। সেই অনুযায়ী একটি দেশি বন্দুকও জোগাড় করে তারা। তার পর সুলতানপুরী এলাকার একটি মুদি দোকানে ডাকাতি করে। তারপর সেই ডাকাতির টাকা দিয়ে মানালি ঘুরতে যায় তারা। দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে চারজন কিশোরকে। তার মধ্যে রয়েছে দুই জন নাবালক।

মঙ্গলপুরী এবং সুলতানপুরী এলাকার বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের চিহ্নিত করেন তদন্তকারী আধিকারিকেরা। মানালি থেকে ঘুরে দিল্লিতে ঢুকতেই ওই ছ’জনকে গ্রেফতার করে পুলিশ।


–


–

–

–

–
–

–

–